Cyclone 'Montha'

অন্ধ্রে আছড়ে পড়বে ‘মন্থা’, মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

জাতীয় রাজ্য

চলছে মৎস্যজীবীদের সতর্ক করার কাজ।

আগামী মঙ্গলবার অন্ধ্র প্রদেশের তটে আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় ‘মন্থা’। তার জেরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে। 
আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সোমবার থেকেই বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ। অন্ধ্র প্রদেশের কাকিনাড়ার কাছে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কোনও জায়গার ওপর দিয়ে যাবে এই ঘূর্ণিঝড়। মঙ্গলবার বিকেল থেকে শক্তি বাড়বে ঝড়ের। 
আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পোর্ট ব্লেয়ার থেকে ৪৬০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপ। কাকিনাড়া থেকে তার দূরত্ব এখন ৯৭০ কিলোমিটার।
এবার সামুদ্রিক ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায়‘মন্থা’ শব্দের অর্থ সুন্দর বা সুগন্ধী ফুল। এই ঘূর্ণিঝড় কাকিনাড়ার কাছে পৌঁছাবে ঘন্টায় ৯০-১০০ কিলোমিটার গতি নিয়ে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, অন্ধ্র প্রদেশের পাশাপাশি ওড়িশা এবং পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 
এদিকে পশ্চিম উপকূলে আরব সাগরে গোয়ার পঞ্জিম থেকে ৩৮০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে আরেকটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপের জেরে গোয়া, মহারাষ্ট্রের কোঙ্কন, গুজরাট এবং কেরালায় বৃষ্টি হতে পারে।

Comments :0

Login to leave a comment