শুক্রবার সকালে অন্ডাল থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর কোলিয়ারির ভুঁইয়া পাড়ায় এক দম্পতির মৃতদেহ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম নীলকন্ঠ বাউরি(৪২) ও লিলিবাউরি(৩৫)। নীলকন্ঠর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তার স্ত্রীর মৃতদেহ মেঝেতে পড়ে ছিল। দেওয়ালে লেখা মৃত্যুকালীন জবানবন্দি পাওয়া গেছে,‘ আমাদের একসাথে জ্বালাবে’। নীলকন্ঠ পেশায় ছিলেন গাড়ির চালক। এঁদের পুত্র পাশে মামার বাড়িতে ছিল। সকালে মাকে ফোনে না পেয়ে বাড়ি এসে দরজা ভেঙে মৃতদেহগুলি দেখে। মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। পুলিশ দেহগুলি উদ্ধার করে নিয়ে গেছে। তদন্তে নেমেছে পুলিশ।
Dead Bodies Found
অন্ডালে দম্পতির মৃতদেহ উদ্ধার
×
Comments :0