JALPAIGURI DOCTORS RELIEF CAMPAIGN

ঝড় বিদ্ধস্ত মানুষের পাশে বামপন্থী চিকিৎসকরা

রাজ্য জেলা

JALPAIGURI DOCTORS RELIEF BENGALI NEWS মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন চিকিৎসকরা। ছবিঃ প্রবীর দাশগুপ্ত।

টর্নেডো ঝড়ে বিদ্ধস্ত হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি সহ বিস্তীর্ণ অঞ্চল। ৩১ মার্চের কয়েক মিনিটের ঝড়ে সর্বস্ব হারিয়েছেন কয়েক হাজার মানুষ। ঝড়ের তান্ডবে প্রাণ হারান ৬জন। আহত হন ২০০’র কাছে মানুষ। শুক্রবার সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন চিকিৎসকরা। 

এদিন  ডক্টর্স ফর ডেমোক্রেসির একটি প্রতিনিধি দল ময়নাগুড়ির বার্নিশ গ্রামে ত্রাণ পৌঁছে দেন। চিকিৎসকদের তরফে এদিন শাড়ি, গামছা, সাবান,  চিড়ে, গুড়, টুথপেস্ট, টুথব্রাশ, মাথায় মাখার তেল, মগ, জলের গ্লাস, চামচ, বাটি, গামলা, বালতি, দেশলাই,  মোমবাতি সহ নিত্যদিনের ব্যবহারের বিভিন্ন জিনিস মানুষের হাতে তুলে দেওয়া হয়। 

চিকিৎসকদের তরফে এদিন বার্নিশ কালীবাড়ী , কদমতলা, সর্দারের বাড়ি , চিলারবাড়ি, বসুনীয়া পাড়া সহ একাধিক এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ডাঃ পান্থ দাশুপ্ত , ডাঃ প্রদীপ ভৌমিক প্রমুখ।  তাদের সাহায্য করেন শৈবাল দাশগুপ্ত, টোটোন সেনগুপ্ত সহ স্থানীয় বামপন্থী সংগঠকরা। এলাকার মানুষের ক্ষোভ, ঝড়ে বিপুল ক্ষয়ক্ষতি হলেও জেলা প্রশাসনের তরফে পর্যাপ্ত ত্রাণ মেলেনি। ত্রাণ পৌঁছে দেওয়ার বদলে রাজনৈতিক তরজায় ব্যস্ত রয়েছে তৃণমূল এবং বিজেপি। অপরদিকে যতটা সম্ভব সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বামপন্থীরা। 

সংগঠকদের তরফে ডাঃ প্রদীপ ভৌমিক জানিয়েছেন, এদিন ১০০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে। 

 

 

Comments :0

Login to leave a comment