বিশ্বনাথ সিংহ- রায়গঞ্জ
৭ জানুয়ারি ব্রিগেড চলো আহ্বান জানিয়ে রায়গঞ্জ জেলা জুড়ে প্রচারাভিযানে ডি আই এফ আই এর বর্তমান প্রাক্তনীরা। বৃহস্পতিবার সন্ধায় ডিওয়াইএফআই’র ডাকে রায়গঞ্জ সুপার মার্কেটের সামনে থেকে মশাল মিছিলের সুচনা করেন সংগঠনের প্রাক্তন নেতা উত্তম পাল। মিছিলে পা মেলান বর্তমান ও প্রাক্তনী যুব আন্দোলনের নেতৃত্ব ও সদস্যরা। এদিন সুপার মার্কেট থেকে মিছিল শুরু হয়। রায়গঞ্জ শহর পরিক্রমা করে বিবেকানন্দ মোড়ে এসে মিছিল শেষ হয়। মিছিলের সুচনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক ইন্দ্রজিত বর্মন, প্রাক্তন সম্পাদক কার্তিক দাস, এসএফআই প্রাক্তন কেন্দ্রীয় নেতা প্রাণেশ সরকার।
নেতৃবৃন্দ বলেন, যুবসমাজের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিয়েছে মোদী ও মমতা ব্যানার্জি’র সরকার। কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার আগে বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থান করবে। দশ বছর পার হয়েছে কিন্তু গত দশ বছরে সারা ভারতবর্ষে বেকারত্বের হার সবচেয়ে বেশি হয়েছে। এই রাজ্যে মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার আগে বেকারদের কর্মসংস্থানের কথা বলেছিলেন। কিন্তু গত তেরো বছরে একটিও নতুন কারখানার ফিতে কাটে নি। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই দুটো দল ক্ষমতায় এসেছে। এরা নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে নি। শিল্প নেই। কাজ নেই। কাজ না পেয়ে যুবকরা অন্য রাজ্যে কাজের সন্ধানে চলে যাচ্ছে। অথচ কেন্দ্রীয় সরকারী সংস্থায় ত্রিশ লক্ষ শূন্যপদ পড়ে আছে। এই রাজ্যে অসংখ্য শূন্যপদ পড়ে আছে। এই শূন্যপদে নিয়োগ হচ্ছে না। দেশ ও রাজ্যের সরকার যুবসমাজকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এই রাজ্যের যুবসমাজ ইনসাফ চাইতেই ব্রিগেডের সমাবেশে যাবে। এই ব্রিগেড হবে মানুষের অধিকার রক্ষার সংগ্রাম। মিছিল থেকে স্লোগান ওঠে, চাকরি চোর, লুটেরাদের তাড়াও। বিভাজনের শক্তি তৃণমূল ও বিজেপিকে পর্যুদস্ত করো। রায়গঞ্জ ছাড়াও এদিন জেলার ইসলামপুর, ডালখোলা, চোপড়া, গুঞ্জরিয়াতেও মশাল মিছিল প্রচার কর্মসূচি হয়।
Brigade Rally
ব্রিগেড প্রচারে রায়গঞ্জে মশাল মিছিল
×
Comments :0