Election commission

সূচি বদলে ৩ মার্চ রাজ্য আসছে নির্বাচন কমিশন

জাতীয় রাজ্য

রাজ্যে সফরের সূচি বদলালো নির্বাচন কমিশন। ৪ মার্চ রাজ্যে আসার কথা ছিল কমিশনের। সূচি বদলে, একদিন আগে, ৩ মার্চই পৌঁছাচ্ছে কমিশন। 

রাজ্যে যদিও থাকার মেয়াদ বদলাচ্ছে না, তিনদি ধরেই পরপর বৈঠক করবে কমিশন। আগের সূচিতে ঠিক ছিল ৬ মার্চ পর্যন্ত থাকবে কমিশন। নতুন সূচি জানাচ্ছে ৫ মার্চেই এই পর্বে প্রস্তুতির কাজ সেরে ফেলা হবে।

লোকসভা নির্বাচনে প্রস্তুতিতে রাজ্যে রাজ্যে প্রশাসনিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশের সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এপ্রিল-মেতে ভোটের সম্ভাব্য সময়কে বিবেচনায় রেখে নিয়মমাফিক এই প্রস্তুতি চলছে বলে খবর কমিশন সূত্রে।

৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে ঠিক ছিল কমিশন ৪ মার্চ থেকে শুরু করে ৬ মার্চ পর্যন্ত বৈঠক করবে। নতুন সূচি অনুযায়ী, নরেন্দ্র মোদীর সফরে ঠিক আগের দিন ফিরে যাচ্ছে কমিশন। 

নতুন সূচিতে ৩ মার্চ রাজ্যের সিইওর সঙ্গে হবে বৈঠক। বৈঠক হবে রাজ্য পুলিশের নোডাল অফিসারদের সঙ্গে। 

৪ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা জাতীয় স্তরে এবং রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে হবে বৈঠক। 

৪ মার্চই সাড়ে ১১টা থেকে টানা বৈঠক চলবে জেলা শাসক, এসপি, আইজি সহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। 

৫ মার্চ কমিশনের বৈঠক হবে মুখ্যসচিব এবং পুলিশের ডিজির সঙ্গে। বেলা সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন করবে কমিশন।

Comments :0

Login to leave a comment