Congress

মহারাষ্ট্রে কংগ্রেস ছাড়লেন অশোক চ্যবন

জাতীয়

কংগ্রেস ছাড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যবন। বিজেপি’তে যোগ দেওয়ার কোনও ঘোষণা যদিও করেননি। তবে এই সিদ্ধান্তের পিছনে বিজেপি’র ভূমিকা রয়েছে বলে অনুমান। বিজেপি সব রাজ্যেই কংগ্রেস এবং বিরোধী অন্য দল ভাঙাতে পরিকল্পনা করে নেমেছে।

চলতি বছর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী দলত্যাগ দলের কাছে ধাক্কা বলেই মনে করছেন অনেকে। চ্যবন বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর ইতিমধ্যে তিনি বিজেপির সাথে যোগাযোগ করেছেন। এর আগে আরও এক কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা কংগ্রেস ছেড়ে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেন। 
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ সরাসরি অশোক চ্যবনের বিজেপি’তে যোগদানের কথা না মানলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সূত্রের খবর দলের অভ্যন্তরে মতো বিরোধের জন্য কংগ্রেস ছাড়ছেন তিনি।
২০০৮ থেকে ২০০৯ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন অশোক। এছাড়া দলের রাজ্য সভাপতি, এআইসিসি, লোকসভা এবং রাজ্যসভার সাংসদ হিসাবে একাধিক দায়িত্ব সামলেছেন তিনি। 

Comments :0

Login to leave a comment