Nimisha Priya

ইয়েমেনে স্থগিত রয়েছে কেরালার নার্সের মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

জাতীয়

৩৮ বছর বয়সি কেরালার নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ডকে আপাতত  স্থগিত রেখেছে ইয়েমেন। ভারত সরকারের পাশাপাশি কিছু এনজিও চেষ্টা করছে তাঁকে ফিরিয়ে আনার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই পরিস্থিতি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি।
বেঙ্কটরামানি বলেছেন যে নিমিশা হউথি গোষ্ঠী এলাকার জেলে বন্দি। হউথি গোষ্ঠীর সঙ্গে ভারতের পক্ষে কূটনৈতিক উপায়ে আলোচনা চালানো সমস্যার। সে কারণে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে। 
তিনি সুপ্রিম কোর্ট জানিয়েছেন, 'নিমিষা এখন সুরক্ষিত আছেন, তাঁর মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়েছে। ভারত পুরোপুরি চেষ্টা করছে তাকে এদেশে ফিরিয়ে আনার।' 
উল্লেখ্য, ‘সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল‘ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সানার জেলে বন্দি নিমিশাকে সম্পূর্ণ সহায়তা করছে। 
২০১৭ সালে নিমিশাকে তাঁর ব্যবসায়িক অংশীদারকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়। মৃত্যুদণ্ড দেওয়া হয় ২০২০ সালে।

Comments :0

Login to leave a comment