HALDWANI EXODUS

পুলিশি হানা, হলদোয়ানি ছাড়ছে শ’য়ে শ’য়ে পরিবার

জাতীয়

ছবি সোশাল মিডিয়া থেকে।

বনভুলপুরা থেকে পালাচ্ছেন দলে দলে মানুষ। তদন্তের নামে বেআইনি আটকের অভিযোগ উত্তরাকণ্ডের হলদোয়ানির এই এলাকায়। 
‘অমর উজালা’-র প্রতিবদেনে বলা হয়েছে বনভুলপুরা থেকে তিনশোর বেশি পরিবার ঘরে তালা লাগিয়ে পালিয়ে গিয়েছে। রবিবার এবং সোমবার সকালেও অনেককে পায়ে হেঁটে পালাতে দেখা গিয়েছে। যানবাহন না থাকায় ১৫ কিলোমিটার দূরে যাচ্ছেন হাঁটাপথে। যানবাহন ধরছেন তার পর। 
৮ ফেব্রুয়ারি বনভুলপুরায় একটি মসজিদ এবং মাদ্রাসা গুঁড়িয়ে দেয় বিজেপি সরকারের পুলিশ। স্থানীয় প্রশাসনের বক্তব্য ম্দারা বেআইনি। তা নিয়ে পালটা আবেদনের ভিত্তিতে মামলা চলছে আদালতে। আদালতের রায় বেরনোর আগেই গুঁড়িয়ে দেওয়া অভিযোগ এলাকায়। তার জেরে শুরু হয় বিক্ষোভ। আগুন লাগে সংলগ্ন অঞ্চলে। পুলিশের গুলিতে নিহত হন ৬ বাসিন্দা।
বনভুলপুরার ঘটনায় এখন পরপর গ্রেপ্তারি শুরু হয়েছে। পুলিশের হেপাজতে রয়েছে এলাকার ষাটের বেশি বাসিন্দা। মুখ্যত সংখ্যালঘুদেরই গ্রেপ্তার করা হচ্ছে। নৈনিতালের জেলাশাসক বন্দনা সিং যদিও বলেছেন যে সব পক্ষকে বৈঠক ডাকছে প্রশাসন। ট্রেড ইউনিয়ন, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন অংশকে রেখে আলোচনা হবে। 
সাংবাদিকদের যদিও ঘটনার পর বনভুলপুরায় ঢুকতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশ এবং প্রশাসন যা বলছে তাই লিখে চলেছে সংবাদমাধ্যমের বড় অংশ। কিন্তু সোশাল মিডিয়ায় বিভিন্ন অংশের বক্তব্য, বিনা প্রমাণে একের পর এক বাড়িতে ঢুকে পুরুষদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। তার জন্যই তালা বন্ধ করে পালাতে হচ্ছে অনেককে।

Comments :0

Login to leave a comment