Siliguri

অন্যের নামে আকাউন্ট খুলে লেনদেন, গ্রেপ্তার ব্যাঙ্ক ম্যানেজার

জেলা

অন্যের নামে ভুয়ো আকাউন্ট খুলে কোটি কোটি টাকা লেনদেন করার অভিযোগ উঠলো শিলিগুড়ির একটি বেসরকারী ব্যাঙ্কের বিরুদ্ধে। জানা গেছে, গত জুলাই মাসে এক মহিলা ইনকাম ট্যাক্সের ফাইল বানাতে যান। সেই সময় তিনি ইনকাম ট্যাক্সের আইনজীবির কাছ থেকে জানতে পারেন তার নামে বিধান রোডের একটি ব্যাঙ্কে আকাউন্ট রয়েছে। আর সেই আকাউন্ট থেকে তিন কোটি টাকার লেনদেন হয়েছে। এরপরেই ওই মহিলা শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়িতে গোটা বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বিধান রোডের ওই বেসরকারী ব্যাঙ্ক ম্যানেজারের সাথে যোগাযোগ করেন। এর পরেই এই ভুয়ো ঘটনার সাথে যুক্ত ওই বেসরকারী ব্যাঙ্কের পাবলিক রিলেশন ম্যানেজার অভিষেক রায়ের নাম জানতে পারে পুলিশ। আটক করে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশী জেরার মুখে অভিষেক রায় স্বীকার করে নেয় বিভিন্ন জনের নামে ভুয়ো আকাউন্ট বানিয়ে টাকার লেনদেন করতে সে। এরপরেই অভিষেক রায়কে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
 

Comments :0

Login to leave a comment