Birbhum Explosives

বোমার সঙ্গে বীরভূমে এবার জিলোটিন স্টিক, ডিটনেটর

জেলা

আবারও বীরভূমে উদ্ধার হলো বোমা ও বিস্ফোরক ।  কাকরতলা, রামপুরহাট এর পরে এবার নলহাটি থানা এলাকায় ব্রাহ্মণী নদীর তীরে লস্করপুর গ্রামের কাছে রাস্তার ধারে একটি ঝোপ থেকে উদ্ধার এক ব্যাগ তাজা বোমা।  

নলহাটির মধুপুরে মিলেছে ডিটনেটর, জিলোটিন স্টিকও। নাশকতার কাজে এমন বিস্ফোরক ব্যবহার করে সাধারণভাবে সংগঠিত অপরাধ চক্র। বড় ধরনের ধ্বংসাত্ম কাজে লাগানো হয় এমন বিস্ফোরক সরঞ্জাম।

শুক্রবার ভোররাতে নলহাটি থানার পুলিশ উদ্ধার করে এক ব্যাগ তাজা বোমা। তবে ওই ব্যাগে কতটা পরিমাণ বোমা রয়েছে সেটা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন নলহাটি থানার পুলিশ বাহিনী। 

এই  নলহাটি থেকেই উদ্ধার হয়েছে বিপুল বিস্ফোরক।  নলহাটি থানার মধুপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার। দু'বস্তা জিলেটিন স্টিক ও ৩ হাজার ২০০টি ডিটোনেটর। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে ।পাশাপাশি নলহাটি লস্করপুর গ্রামে কাছে নদীর পাশে বস্তা  বন্দি বোমা। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment