Leopard

ফের খাঁচাবন্দি হল চিতাবাঘ

রাজ্য

খাঁচা পাতা হয়েছিল আগে। ১৫ দিন অপেক্ষার পর বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী চিতাবাঘ। বুধবার ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুছাপুর চা বাগানে'র নয়াবাড়ি এলাকায়। 
জানা গেছে, নেপুছাপুর চাবাগানের নয়াবাড়ি এলাকায় চিতাবাঘের উপদ্রবে মানুষ আতঙ্কিত হয়ে খাঁচা পাতার দাবি করেন। মানুষের চাহিদা মতো চিতাবাঘ ধরতে বনদপ্তর ১৫ দিন আগে খাঁচা পেতেছিল। খাঁচায় রাখা হয়েছিল ছাগলের টোপ। চলছিলো পর্যবেক্ষণ। অবশেষে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচা থেকে গর্জন শুনতে পেয়ে গিয়ে দেখে আটক হয়েছে চিতাবাঘ। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটক চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। 
বনপ্রাণ বিভাগের মাল স্কোয়ার্ডের সুত্রে জানা গেছে, বন্দি হয়েছে অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী চিতাবাঘ। প্রাথমিক পর্যবেক্ষণের পর বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।  
স্থানীয় বাসিন্দারা জানায় যে ওই এলাকায় আরও চিতাবাঘ রয়েছে। মাঝেমধ্যে ছাগল, বাছুর নিয়ে যায়।

Comments :0

Login to leave a comment