ISRAEL AID WORKER KILLING

ত্রাণকর্মী হত্যায় কোণঠাসা ইজরায়েল, ‘গুরুতর ভুল, বলছে সেনা

আন্তর্জাতিক

এমনই প্রতিবাদের মুখে ইজরায়েল।

সাত ত্রাণকর্মী হত্যায় কোণঠাসা ইজরায়েল। শুক্রবার সেনার দুই আধিকারিককে বরখাস্ত করতে হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসনকে। প্রাথমিক রিপোর্টে সেনা জানিয়েছে ত্রাণকর্মীদের পরিচয় বুঝতে ভুল হয়েছিল। গুরুতর ভুল, বলছে ইজরায়েলের সেনা।
আন্তর্জাতিক আদালত ইজরায়েলকে অবাধ ত্রাণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। গণহত্যার মামলা চলছে ইজরায়েলের বিরুদ্ধে। ইজরায়েল বরবরই গাজায় ত্রাণের উদ্যোগ ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে। ত্রাণের সারিতে দাঁড়ানো ক্ষুধার্ত মানুষের ওপর গুলিও চালিয়েছে। কিন্তু সাত ত্রাণকর্মীকে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে চাপের মুখে নেতানিয়াহু।
চাপে পড়েছে আমেরিকাও। কারণ নিহত ত্রাণকর্মীদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিকও ছিলেন। ঘরের চাপ সামলাতে রাষ্ট্রতি জো বাইডেন ফোন করেছেন নেতানিয়াহুকে। হোয়াইট হাউসের দাবি যে বাইডেন নেতানিয়াহুকে বলেছেন ত্রাণকর্মীদের হত্যা একেবারেই মানা যাবে না।
গত অক্টোবর থেকে টানা হামলায় আমেরিকার দু’মুখো নীতিও বিশ্ববাসী স্পষ্ট করে দেখে নিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি একদিকে সংবাদমাধ্যমে নেতানিয়াহুর সমালোচনা করছেন গাজায় অসামরিক সাধারণ বাসিন্দাদের ওপর বোমাবর্ষণের বিপক্ষে। আরেকদিকে লাগাতার ইজরায়েলকে সামরিক মদত দিয়েছেন। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদেও যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়ে এসেছে আমেরিকা। যদিও মার্চে জনমতের চাপে আমেরিকা বিরত থাকতে বাধ্য হওয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। তারপরই ইজরায়েলকে সামরিক সহায়তা পাঠানোর ঘোষণাও করে দিয়েছেন বাইডেন। 
ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে প্যালেস্তাইন সংহতি দিবস পালন করেছে ইরান। সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসে ইজরায়েলের বিমানহানায় নিহত ১৩ জনের মধ্যে দু’জন শীর্ষস্তরের সেনা আধিকারিক ছিলেন। 
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-র কমান্ডার ই চিফ হোসেন সালামি বলেছেন, ‘‘শত্রুদের প্রতিটি আক্রমণের জবাব দেওয়া হবে। ‘ইজরায়েল মুর্দাবাদ’, ‘আমেরিকা মুর্দাবাদ’। 
ইরানের সেনাপ্রধানের দাবি, প্যালেস্তাইনের গাজায় যুদ্ধে নেমে আসলে পরাজয়ের মুখে পড়েছে ইজরায়েল। কোনও লক্ষ্যই আজ পর্যন্ত অর্জন করতে পারেনি। কেবল গাজা ভূখণ্ডকে বিধ্বস্ত করে চলেছে আমেরিকার মদতে।  
জানা গিয়েছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র প্রধান এ সপ্তাহেই মিশরে ইজরায়েলের গোয়েন্দাবাহিনীর প্রধানের সঙ্গে আলোচনায় বসবেন। যুদ্ধবিরতির বিনিময়ে পনবন্দিদের মুক্তির দাবি নিয়ে কথা হবে দু’পক্ষে।

Comments :0

Login to leave a comment