ইডির গ্রেপ্তারির বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাঁচির আদালতে তাকে পেশ করা হলে বিচারক রায় স্থগিদ রাখেন, তার কারণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হেমন্তর করা মামলার কোন শুনানি তখনও হয়নি। বৃহস্পতিবার রাত জেলে কাটাতে হয় তাকে।
এদিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সামনে আসার পরেই হেমন্তর পাঁচ দিনের হেপাজতের নির্দেশ দেয় বিশেষ আদালত। বুধবার রাতে হেমন্তকে গ্রেপ্তার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার দাবি তার বাড়িতে তল্লাসি চালিয়ে ৩৬ লক্ষ টাকা নগদ সহ একাধিক বেআইনি জমির দলিল পেয়েছে।
Comments :0