Bangla Banchao Yatra Sodepur

বাংলা বাঁচাও যাত্রা: শীতের রাতেও হাজার হাজার মহিলার জমায়েত সোদপুরে

রাজ্য জেলা

মঙ্গলবার রাতে বাংলা বাঁচাও যাত্রা পৌঁছালে সোদপুর ট্রাফিক মোড়ে জমায়েত। ছবি: অভিজিৎ বসু

লব মুখার্জি: সোদপুর

শীতের রাতেও বাংলা বাঁচাও যাত্রায় হাজার হাজার মহিলার উপস্থিতিতে মঙ্গলবার সোদপুরে যেন মেয়েদের রাত দখলের আন্দোলনের পুনরাবৃত্তি হলো। উত্তর ২৪ পরগনার বনগাঁ, স্বরূপনগর ঘুরে বাংলা বাঁচাও যাত্রা রাত সাড়ে দশটার পরে যখন সোদপুর ট্রাফিক মোড়ে পৌঁছায়, তখনও বিটি রোডের একটা লেন ছাপিয়ে বহু মানুষের সমাবেশের ভিড়, যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল ব্যাপক সংখ্যায়। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির মোকাবিলা করে রাজ্যের গরিব মানুষের অধিকার, শিক্ষা স্বাস্থ্য নাগরিক পরিষেবা ও রুটিরুজির দাবিতে সোচ্চার হওয়ার হওয়ার পাশাপাশি অভয়ার খুনিদের বিচারের দাবিতে স্লোগান ওঠে সমাবেশে। অভয়া মঞ্চর তরফ থেকে স্বাক্ষরও সংগ্রহ করা হয় সমাবেশে আগত বহু মানুষের থেকে। 
সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ। এদিন বনগাঁ, স্বরূপনগর সহ জেলার একাধিক জায়গায় বাংলা বাঁচাও যাত্রার জনসভায় ভাষণ দিয়ে সেলিম বলেছেন, বাংলার রাজনীতির কেন্দ্রে মন্দির মসজিদকে টেনে এনে বিজেপি তৃণমূলের মেরুকরণে ভোটে লড়ার কায়দা আর চলবে না। বাংলা বাঁচাও যাত্রায় লাল ঝান্ডা হাতে মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ বুঝিয়ে দিয়েছে বাংলা লুটতন্ত্রের অবসান চাইছে, রুটিরুজি হক চাইছে। 
রাজ্যে তৃণমূল ও বিজেপি’র যৌথভাবে লুটতন্ত্র চালানো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহম্মদ সেলিম যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে আনার ইভেন্টের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, কালো টাকার মালিকরা এই ইভেন্টকে ব্যবহার করেছে নিজেদের প্রচারের জন্য। টিকিট বিক্রির আগেই ৬০ কোটি টাকা মেসিকে কীভাবে পাঠানো হয়েছিল, ঐ টাকা কে দিয়েছিল? বিজেপি ইডি’র সাহস থাকলে এটা তদন্ত করে দেখুক। টিকিটের বিজ্ঞাপনে স্পনসরার হিসাবে কাদের দেখা যাচ্ছে? ভাইপো ঘনিষ্ঠ বিনয় মিশ্রের সংস্থা সানাকা স্পনসরার? বিনয় মিশ্র এখন বিদেশে, ভাইপোও বিদেশে। এখানে বেনামে ব্যবসা অপারেট করছে? এটা কেন তদন্ত হবে না? গোটা দুর্নীতিতন্ত্র খেলার জায়গাকে দখল করেছে। মোদী অমিত শাহের জমানায় এমন গুরুতর বেআইনি কারবারের তদন্তের দায়িত্বে থাকা এসএফআইও কী করছে? 
বিজেপি এবং তৃণমূল কেউ কাউকে শায়েস্তা করবে না, বাংলার মানুষকেই ওদের হটাতে হবে বলে জানিয়েছেন সেলিম। এদিন উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠিত জনসভাগুলিতে তিনি বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এখন নকল লড়াই দেখাতে আবার ‘পরিবর্তন’এর কথা বলছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল যখন রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছিল তখন তৃণমূলের মাথায় বিজেপি’র হাত ছিল। সিঙ্গুরের মঞ্চে মমতা ব্যানার্জির মাথার পাশে রাজনাথ সিংয়ের বসে থাকার কথা বাংলার মানুষ ভুলে গেছে? যারা দেশকে মার্কিন সাম্রাজ্যবাদের হাতে তুলে দিতে চায় তারা দেশ বেচতে বাংলা থেকে লাল হটানোর কথা বলেছিল। মমতা ব্যানার্জিকে দুর্গা সাজিয়ে আরএসএস দশ হাতে দশ অস্ত্র দিয়েছিল। আজ বাংলা বিপদে, দেশও বিপদে। দেশকে বাঁচাতে হলে বাংলায় আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। বৃহস্পতিবার বাংলা বাঁচাও যাত্রা কামারহাটিতে শেষ হবে। কিন্তু এটা একটা অভিযান, বাংলাকে এই বিপদ থেকে রক্ষা না করা পর্যন্ত এই অভিযান চলবে। 
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের রোহিঙ্গা অনুপ্রবেশকারী ইত্যাদির কথা বলে, এসআইআর দিয়ে মানুষের মনে আতঙ্ক জাগিয়ে ধর্মীয় বিভাজন সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে দিয়ে সেলিম বলেছেন, এসআইআর’এর মতোই ভোটের আগে সিএএ এনআরসি নিয়ে আতঙ্ক তৈরি করেছিল ওরা। ভোট যতো আসবে ততো মিথ্যা, গুজব, ধর্মীয় বিভাজনের চেষ্টা হবে। আমরা বলছি সব হাতে কাজ, সবার জন্য স্কুল, মাদ্রাসা, হাসপাতাল চাই, নদী, জঙ্গল, পাহাড় সব রক্ষা করতে হবে। তৃণমূল সব জায়গায় লুট দুর্নীতি চালাচ্ছে। আর মোদী সরকার সব কর্পোরেটদের হাতে বেচে দিতে চাইছে। অপদার্থ সরকার রেল, বিমানবন্দর, খনি চালাতে পারে না, ওয়াকফ চালাতে চাইছে! 
এদিন সন্ধ্যা থেকে সোদপুরের সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে। গণনাট্য সঙ্ঘের শিল্পীরা এবং আরও অনেক শিল্পী গান কবিতায় ফুটিয়ে তুলেছিলেন প্রতিবাদ। রাত সাড়ে দশটায় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, জেলা সম্পাদক পলাশ দাশ, দীপ্সিতা ধর, আত্রেয়ী গুহ সহ বাংলা বাঁচাও যাত্রার অংশগ্রহণকারীরা সমাবেশ স্থলে এসে পৌঁছালে সমবেত মানুষ তাঁদের অভিনন্দন জানিয়েছেন। সমাবেশে ভাষণ দিয়েছেন সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য কনীনিকা ঘোষ, রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি, সায়নদীপ মিত্র, প্রবীন নেতা তড়িৎবরণ তোপদার, পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মানস মুখার্জি, জেলা কমিটি সদস্য সোমা দাশ, অভিনেতা দেবদূত ঘোষ। সমাবেশ পরিচালনা করেন মহিলা নেত্রী যশোধরা বাগচী। : 

Comments :0

Login to leave a comment