দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার লালুপ্রসাদ ঘনিষ্ঠ আরজেডি নেতা সুভাষ যাদব। অবৈধ বালি খাদান মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুভাষ যাদবের বিরুদ্ধে পাটনায় বালির অবৈধ খনি, ও আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল বিহার পুলিশ। সেই মামলারই তদন্ত করতে শনিবার সুভাষ যাদবের ৮টি স্থানে ১৪ ঘন্টা ধরে অভিযান চালায় ইডি। ইডি’র একাটি সূত্রে জানা গেছে অভিযানের সময়, ২ কোটি টাকা নগদ ছাড়াও, দানাপুরে সুভাষ যাদবের বাসভবন থেকে অনেক সম্পত্তি সংক্রান্ত নথিও পাওয়া গেছে। উদ্ধার হওয়া সমস্ত নথি বাজেয়াপ্ত করেছে ইডি।
জানিয়ে রাখি যে সুভাষ যাদব ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডের চাতরা থেকে প্রার্থী হয়েছিলেন। অবৈধ বালিখাদান চালানো এবং আর্থিক তছরুপের একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর যাদবকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। সুভাষ যাদব আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ বলে পরিচিত।
এর আগে ২০১৮ সালে আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছিল এই আরজেডি নেতার বাড়িতে। আয়কর দপ্তরের আধিকারিকেরা পটনা, দিল্লি এবং ধানবাদেও তল্লাশি চালান।
Subhash Yadav
আরজেডি নেতাকে গ্রেপ্তার করল ইডি
×
Comments :0