আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থা বা ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের ( ITTF ) মিক্সড বিশ্বকাপে হার ভারতের । আয়োজক দেশ চীনের কাছে হার ভারতের । গ্রুপ ১ এর ম্যাচে মনিকা বাত্রা , সৃজা অকুল্লা , শরৎ কোমলদের দল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৮-৩ এ পরাজিত হল । গরূপে ভারত বর্তমানে একদম শেষে অবস্থান করছে চীন , অস্ট্রেলিয়া ও ইউনাইটেড স্টেটসের পরে ( মার্কিন যুক্তরাষ্ট্র ) । এছাড়াও এই প্রতিযোগিতায় ভারতের পুরুষদের সিঙ্গেলসে হার জিৎ চন্দ্র ও পৃথা ভর্তিকারের । আগামী মঙ্গলবার ৩ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত । এই বছর এটি দ্বিতীয় সংস্করণ এই প্রতিযোগিতার । গতবারের চ্যাম্পিয়ন চীন লড়ছে খেতাব ধরে রাখার লড়াইয়ে ।
Comments :0