ITTF mixed world cup

টেবিল টেনিসে চীনের কাছে হার ভারতের

খেলা

india deafeted by the host nation china in ITTF world cup ছবি প্রতীকী।

 

আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থা বা ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের ( ITTF ) মিক্সড বিশ্বকাপে হার ভারতের ।  আয়োজক দেশ চীনের কাছে হার ভারতের । গ্রুপ ১ এর ম্যাচে মনিকা বাত্রা , সৃজা অকুল্লা , শরৎ কোমলদের দল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৮-৩ এ পরাজিত হল । গরূপে ভারত বর্তমানে একদম শেষে অবস্থান করছে চীন , অস্ট্রেলিয়া ও ইউনাইটেড স্টেটসের পরে  ( মার্কিন যুক্তরাষ্ট্র  ) । এছাড়াও এই প্রতিযোগিতায় ভারতের পুরুষদের সিঙ্গেলসে হার জিৎ চন্দ্র ও পৃথা ভর্তিকারের । আগামী মঙ্গলবার ৩ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত । এই বছর এটি দ্বিতীয় সংস্করণ এই প্রতিযোগিতার । গতবারের চ্যাম্পিয়ন চীন লড়ছে খেতাব ধরে রাখার লড়াইয়ে ।

Comments :0

Login to leave a comment