লোকসভার পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। এদিন ৮ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের ৪৯টি আসনে নির্বাচন হবে। পরবর্তী দুই দফায় বাকি ১১৫টি আসনের নির্বাচন হবে।
এই দফায় মহারাষ্ট্রের ১৩টি আসন, উত্তর প্রদেশের ৫ আসন, পশ্চিমবঙ্গের ৭ আসন, বিহারের ৫ আসন, ঝাড়খন্ডের ৩ আসন, ওডিশার ৫ আসন, জম্মু-কাশ্মীরের ১টি আসন এবং লাদাখের ১টি আসনে নির্বাচন হবে।
পশ্চিমবঙ্গের আরামবাগ, হুগলী, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, ব্যারাকপুর এবং বনগাঁ আসনে নির্বাচন হবে সোমবার।
পঞ্চম দফার ভোটেই উত্তর প্রদেশের রায় বরেলী থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
২০১৯ সালের নির্বাচনের ফলাফল অনুযায়ী, এই ৪৯টি আসনের মধ্যে এনডিএ জিতেছিল ৩৪ আসনে। বিজেপি একাই জিতেছিল ৩২টি আসনে। কংগ্রেস জয়ী হয় একমাত্র রায় বরেলীতে।
২০১৪ সালের নির্বাচনে এনডিএ ২৯টি আসনে জয়ী হয়। ইন্ডিয়া জোটের দলগুলি জয়ী হয় ১০ আসনে, এবং বাকি ১০টি আসনে অন্যান্যরা জেতে।
পঞ্চম দফার নির্বাচনে সবথেকে বেশি ‘দাগী’ প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি। বিজেপি প্রার্থীদের ৪৮ শতাংশ বা ১৯ জনের বিরুদ্ধে গুরুতর ধারায় ফৌজদারী মামলা চলছে। এই ক্ষেত্রে বিরোধীরা বিজেপিকে ন্যূনতম টক্কর দিতে পারেনি।
‘দাগী’র পাশাপাশি সবথেকে ধনী প্রার্থীদের তালিকাতেও এগিয়ে রয়েছে বিজেপি। তালিকার প্রথমেই রয়েছেন উত্তর প্রদেশের ঝাঁসির বিজেপি প্রার্থী অনুরাগ শর্মা। তাঁর ঘোষিত সম্পত্তির মূল্য ২০২ কোটি টাকারও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের ভিওয়ান্ডি আসনের নির্দল প্রার্থী নীলেশ ভগওয়ান সামব্রে। তৃতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের মুম্বই নর্থ আসনের বিজেপি প্রার্থী পীযূষ গোয়েল। তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি টাকা।
Comments :0