মার্চ মাসের মাঝামাঝি রাহুল গান্ধীর ভারত জোড় ন্যায় যাত্রা শেষ হবে মুম্বাইয়ে। সেখানে কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশ করা হবে। তার আগে মুম্বাইয়ে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে যদি কোন সমাবেশ করা হয় তবে তা বিশেষ গুরুত্ব বহন করবে বলে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন।
বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলো মিলে লোকসভা ভোটের আগে ইন্ডিয়া গঠন করেছে। বিজেপির পক্ষ থেকে প্রথম থেকেই সরাসরি এই ঐক্যকে আক্রমণ করা হচ্ছে। সোমবার লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, দশ বছর কিছু কম সময় নয়। কিন্তু বিরোধীরা নিজেদের ভূমিকা পালন করেনি। গণতন্ত্রের জন্য বিরোধীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। একেবারেই বিরোধী জোটকে নিশানা করে বলেছেন মোদী। তিনি বলেছেন, বিরোধীদের দুরবস্থার জন্য দায়ী কংগ্রেস। আর কংগ্রেসের দুরবস্থার জন্য দায়ী পরিবারবাদ।
Comments :0