আগামী ৬এপ্রিল কোলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে দুপুর ৩:৩০টেয় খেলা রয়েছে কোলকাতা নাইট রাইডার্সের। তাদের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। তবে এই ম্যাচটি ঘিরে এবার হয়তো তৈরী হয়েছে অনিশ্চয়তা। ঐদিন রয়েছে রামনবমীর উৎসব। ফলে প্রচুর পুলিশ সিকিউরিটির প্রয়োজন হবে ঐদিন কোলকাতায়। তাই ম্যাচের জন্য পর্যাপ্ত পুলিশ না পাওয়ায় নিরাপত্তাজনিত কারণেই এবার হয়তো বাতিল হতে পারে এই ম্যাচটি। পরবর্তীতে এই ম্যাচের দিনক্ষণ রিশিডিউল্ড বা পুনঃনির্ধারণ করা হবে। আগামী ২২মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই ইডেনে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ বিরাটের বেঙ্গালুরু।
indian premier league
রামনবমীর জন্য বাতিল হতে পারে নাইটদের ম্যাচ

×
Comments :0