Labur death

নলহাটির পাথর খাদানে ধস, শ্রমিকের মৃত্যু

রাজ্য জেলা

পাথর খাদানে ড্রিল করার সময় ধস। ধসে ছোবলে খাদানের নীচে পড়ে যান তিন শ্রমিক। তার মধ্যে মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি পাথর বলয় এলাকার ভবানন্দপুর-নসিপুরে। এলাকার বিজেপি নেতা তথা গত বিধানসভার প্রার্থী আনন্দ যাদবের পাথর খাদানে ট্রাক্টরে চেপে ড্রিল করার কাজ করছিলেন তিন শ্রমিক। সেই সময় আচমকা ধস নামে পাথরে। সেই ধসে ধাক্কায় উলটে যায় ট্রাক্টর। খাদানে চাপা পড়েন তিন শ্রমিক। তারা পাথর, মাটিতে ঢাকা পড়ে যায়। এলাকায় থাকা অন্যান্য শ্রমিকরা উদ্ধারে নামেন। দূর্ঘটনাগ্রস্থ শ্রমিকদের মধ্যে মুকুল লেটের (৪৭) মৃত্যু হয় ঘটনাস্থলেই। আনন্দ যাদব সহ আরও এক শ্রমিককে উদ্ধার করে পাঠানো হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত শ্রমিকের বাড়ি ভবানন্দপুর। ঘটনা ফের শ্রমিক নিরাপত্তা নিয়ে জোরালো প্রশ্ন তুলে দিয়েছে। পাশাপাশি স্থানীয় সূত্রে জানা গেছে,  যে খাদানে দূর্ঘটনা ঘটেছে তার বৈধতা নেই। এদিকে শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

Comments :0

Login to leave a comment