নির্বাচন হচ্ছে না সমবায়ে। সরকারে আসীন তৃণমূল কংগ্রেস নিজেদের মনোনিত ব্যক্তি এবং ধামাধরা সরকারি আধিকারিকদের দিয়ে চালাচ্ছে সমবায়। সমবায়ে গণতন্ত্র থাকছে না। বিপাকে পড়ছেন মানুষ।
জলপাইগুড়ির ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ-কে স্মারকলিপি দিয়ে এই অভিযোগ জানাল পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ। অবিলম্বে সমবায়ে নির্বাচিত বোর্ড গড়ার দাবি জানিয়েছে মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটি।
পশ্চিমবঙ্গের সমবায় বাঁচাও মঞ্চের জলপাইগুড়ি জেলা সম্পাদক শিবেন পৈত, সভাপতি মিহির সেনগুপ্ত, বিনয় বর্মন সহজ জেলা সমবায় আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন ডেপুটেশনে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন জেলায় সমবায় আন্দোলন সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। কৃষকরা চড়া সুদে মহাজনী ঋণের দিকে ঝুঁকছেন। সরকারি নীতির কারণে ইঞ্জিনিয়ার্স ও লেবার কো-অপারেটিভ আজ জেলায় ধ্বংসের মুখে, গোসাইহাট কৃষি উন্নয়ন সমিতির আর্থিক দুর্নীতি ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার।
নেতৃবৃন্দ আগামী সাত দিনের মধ্যে জবাব দাবি করেছেন।
Comments :0