JALPAIGURI HOSPITAL

জলপাইগুড়ি: লিফট খারাপ, প্রসূতি মহিলাদের তুলতে হচ্ছে স্ট্রেচারে

জেলা

এভাবেই ঝুঁকির ওঠানামা সিঁড়ি বেয়ে। ছবি: প্রবীর দাশগুপ্ত

দীপশুভ্র সান্যাল

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’-র লিফট বিকল। স্ট্রেচারে করে প্রসূতি মহিলাদের নিয়ে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে বাধ্য হচ্ছেন রোগীর আত্মীয় স্বজনরা।
শনিবারও লিফট মেরামত করা সম্ভব হয়নি বলে এই সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। লিফট মেরামতির কাজ চলছে বলে জানানো হয়েছে। 
জানা গেছে, গত বৃহস্পতিবার ভোররাতে লিফট খারাপ হয়ে যায়। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে সিঁড়ি দিয়ে স্ট্রেচারে করে প্রসূতি মহিলাদের ওঠানামা করাতে হচ্ছে। এই বিভাগের দু'টি লিফটের মধ্যে একটি দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে।
জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সুরজিত সেন বলেন, "লিফট মেরামতির চেষ্টা চালানো হচ্ছে। অতি দ্রুত লিফট ঠিক হয়ে যাবে।’’
তবে লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দিতে চাননি।।

Comments :0

Login to leave a comment