Migrant Worker Death

ভিন রাজ্যে গিয়ে রাজ্যের আরও ২ পরিযায়ীর মৃত্যু

রাজ্য জেলা

কেরালায় নিহত মহম্মদ রফিকুলের পাশে সিআইটিইউ নেতৃত্ব

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক মৃত্যু ঘটছে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের। গত বৃহস্পতিবার কেরালা এবং পুনেতে কাজ করতে গিয়ে ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। কেরালায় কাজ করতে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিকের নাম মহম্মদ রফিকুল। তিনি মালদহের বাসিন্দা। অন্যদিকে, পুনেতে নির্মানের কাজ করতে গিয়ে বৃহস্পতিবার মারা গেছেন নদীয়ার বাসিন্দা প্রদীপ সরকার। শনিবার দুই পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে আসা হচ্ছে নিজেদের গ্রামে। মালদহের  মানিকচকের মোহনার বাসিন্দা মহম্মদ রফিকুলের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেরালার কোট্টায়াম জেলার মালাপল্লীর পাইপারে রাস্তার কাজ করার সময় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা মারে ওই পরিযায়ী শ্রমিককে। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে মহম্মদ রফিকুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। ময়নাতদন্তের পর ওই পরিযায়ী শ্রমিকের দেহ মালদহে পাঠাতে সর রকমের সহায়তা করছেন কেরালার সিআইটিইউ নেতা জোসেফ। দাদার মৃত্যুর খবর পেয়ে কেরালায় গেছেন ভাই মতিউল।
এদিকে, পুনেতে নির্মানের কাজ করতে গেছিলেন নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার বাসিন্দা প্রদীপ সরকার (৪০)। বহুতলের ছাদের রড সেন্টারিংয়ের কাজ করার সময় দুর্ঘটনায় বৃহস্পতিবার মারা যান প্রদীপ সরকার। কৃষ্ণগঞ্জের দুর্গাপুর গ্রামের বাসিন্দা প্রদীপ সরকারের দেহ শনিবার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে প্রদীপ সরকারের বাড়ি স্ত্রী, ছয় বছরের ছোট ছেলে ও মা রয়েছেন। একই দিনের ভিন দুই রাজ্যে দুই পরিযায়ী শ্রমিকের আকস্মিক মৃত্যুতে ওয়েষ্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের তরফে পরিজন ও গ্রামবাসীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

 

Comments :0

Login to leave a comment