গত সপ্তাহে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গের মন্তব্য নিয়ে জলঘোলা শুরু করে দেয় তৃণমূল। বিভ্রান্তি কাটাতে সোমবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মল্লিকার্জুন খাড়গে। তিনি অধীর চৌধুরীর প্রশংসা করে বলেন, ‘‘চৌধুরী আমাদের দলের একজন লড়াকু সৈনিক।’’
খাড়গে বলেছেন, ‘‘অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে আমাদের দলের নেতা। তিনি একজন লড়াকু সৈনিক। তৃণমূল চাইছে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে হওয়া আসন সমঝোতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে। কিন্তু সেটা হবে না।’’
কংগ্রেস সভাপতি বলেছেন, ‘‘তৃণমূলের কিছু নেতা আমাদের বক্তব্যের ভুল ব্যাখ্যা করছে। কিন্তু তাতে কোনও কাজ হবে না। এটা কংগ্রেস দল। আমরা একে অপরকে সম্মান করি এবং আমাদের মধ্যে দৃঢ় বোঝাপড়া রয়েছে। পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তা হাই কমান্ডের নির্দেশে হচ্ছে। হাই কমান্ড সিদ্ধান্ত নিয়েছে বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করে বাংলায় নির্বাচনে লড়াই করা হবে। সেই মতোই কাজ এগোচ্ছে।’’
গত বছরের শেষ দিকে বিরোধী রাজনৈতিক বিন্যাস ‘ইন্ডিয়া’ গঠিত হয়। প্রথম থেকেই সেখানে থাকা-না থাকা নিয়ে বিভ্রান্তিকর অবস্থান নিয়েছে তৃণমূল। চলতি বছরের জানুয়ারি মাসে একলা নির্বাচনে লড়ার ঘোষণা করে রাজ্যের শাসক দল। চলতি মাসে নির্বাচনী জনসভা থেকে মমতা ব্যানার্জি বলেন, ‘ইন্ডিয়া’ সরকার গঠিত হলে আমরা বাইরে থেকে সমর্থন দেব। ২৪ ঘন্টা পেরোতে না পেরোতে তিনি বলেন, আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি ‘ইন্ডিয়া’-তেই আছি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করাচ্ছেন, বনগাঁর সভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি বলেছেন, তিনি সিএএ’কে সমর্থন করতে প্রস্তুত।
Comments :0