indian super league

আইএসএলে প্রাক্তন দলের বিরুদ্ধে মানালো মার্কেজ

খেলা

manalo markez will face to face against his former team ছবি প্রতীকী।

 

বুধবার আইএসএলে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে নামবেন মানালো মার্কেজ । হাইদরাবাদের বিরুদ্ধে নামবে এফসি গোয়া । গাচিবোলি স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা সন্ধ্যা ৭ : ৩০টায় । 

একসময় হাইদরাবাদকে আইএসএল ট্রফি দিয়েছিলেন মানালো মার্কেজ । লিস্টন , ওগবেচে , সন্দেশদের সেই দল ছিল তখন ভারতের সবচেয়ে শক্তিশালী দল । কিন্তু সেসবই এখন চলে গেছে অতীতের পাতায় । হাইদরাবাদ ছেড়ে গোয়ায় যোগ দিয়েছেন মানালো । হয়েছেন ভারতের কোচ । পুরোনো ইনভেস্টরের প্রস্থানের নতুন কোম্পানি দায়িত্ব নিয়েছে নিজামসদের । অনেক ফুটবলাররাই ছেড়ে চলে গেছেন । বর্তমানে থানবয় সিংটোর তত্বাবধানে রয়েছে দলটি । ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে হাইদরাবাদ । অন্যদিকে প্রথম কয়েকটি ম্যাচে হোঁচট খেলেও বেঙ্গালুরু, কেরালা ও পাঞ্জাবের বিরুদ্ধে পর পর ৩ ম্যাচে জয় পেয়েছে গোয়া । মোহনবাগান থেকে আগত সাদিকু রয়েছেন দারুন ফর্মে । সাদিকু ও বোরহা জুটিই ফুল ফোটাচ্ছে মাঠে । বুধবারের মাস জিতে চ্যাম্পিয়নশিপে টিকে থাকাই লক্ষ্য মানালোর । প্রাক্তন দল ও মাঠ হওয়ায় এই মাঠের প্রত্যেকটি ঘাস চেনেন তিনি । তাই নিজস্ব অভিজ্ঞতা ও ট্যাকটিকস দিয়েই থানবয় সিংটোর বিরুদ্ধে বাজিমাত করতে চান তিনি ।

Comments :0

Login to leave a comment