বুধবার আইএসএলে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে নামবেন মানালো মার্কেজ । হাইদরাবাদের বিরুদ্ধে নামবে এফসি গোয়া । গাচিবোলি স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা সন্ধ্যা ৭ : ৩০টায় ।
একসময় হাইদরাবাদকে আইএসএল ট্রফি দিয়েছিলেন মানালো মার্কেজ । লিস্টন , ওগবেচে , সন্দেশদের সেই দল ছিল তখন ভারতের সবচেয়ে শক্তিশালী দল । কিন্তু সেসবই এখন চলে গেছে অতীতের পাতায় । হাইদরাবাদ ছেড়ে গোয়ায় যোগ দিয়েছেন মানালো । হয়েছেন ভারতের কোচ । পুরোনো ইনভেস্টরের প্রস্থানের নতুন কোম্পানি দায়িত্ব নিয়েছে নিজামসদের । অনেক ফুটবলাররাই ছেড়ে চলে গেছেন । বর্তমানে থানবয় সিংটোর তত্বাবধানে রয়েছে দলটি । ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে হাইদরাবাদ । অন্যদিকে প্রথম কয়েকটি ম্যাচে হোঁচট খেলেও বেঙ্গালুরু, কেরালা ও পাঞ্জাবের বিরুদ্ধে পর পর ৩ ম্যাচে জয় পেয়েছে গোয়া । মোহনবাগান থেকে আগত সাদিকু রয়েছেন দারুন ফর্মে । সাদিকু ও বোরহা জুটিই ফুল ফোটাচ্ছে মাঠে । বুধবারের মাস জিতে চ্যাম্পিয়নশিপে টিকে থাকাই লক্ষ্য মানালোর । প্রাক্তন দল ও মাঠ হওয়ায় এই মাঠের প্রত্যেকটি ঘাস চেনেন তিনি । তাই নিজস্ব অভিজ্ঞতা ও ট্যাকটিকস দিয়েই থানবয় সিংটোর বিরুদ্ধে বাজিমাত করতে চান তিনি ।
Comments :0