সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ, পরীক্ষায় উত্তীর্ন চাকরি প্রার্থীদের স্বচ্ছতার সাথে নিয়োগপত্র দেওয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বিদ্যুতের মাশুল বৃদ্ধি রোধে ব্যবস্থা গ্রহণ, রেলের অব্যবহৃত জমিতে, সরকার জমিতে, চা বাগানের জমিতে বসবাসকারীদের জমির পাট্টা, স্থায়ী স্বত্ত্ব দেওয়া, তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পৌর কর্পোরেশন ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সার্বিক ব্যর্থতার বিরুদ্ধে, বিভাজন-বিদ্বেষ -সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করা সহ দার্জিলিঙ জেলার গ্রাম শহরের মানুষের বিভিন্ন দাবিতে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির আহ্বানে আগামী ১৯নভেম্বর অর্থাৎ শনিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে বড় আকারের জনসভা অনুষ্ঠিত করা হবে। জনসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যুব আন্দোলনের নেত্রী মিনাক্ষী মুখার্জি। এছাড়াও জেলা নেতৃত্ব বক্তব্য রাখবেন। সোমবার দুপুরে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে এই খবর জানান সিপিআই(এম) নেতৃবৃন্দ। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জনসভাকে সাফল্যমন্ডিত করে তোলার আহ্বান জানান তারা।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার, রাজ্য নেতা অশোক ভট্টাচার্য, সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক। উপস্থিত ছিলেন পার্টি নেতা দিলীপ সিং ও জয় চক্রবর্তী। নেতৃবৃন্দ বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সাধারন মানুষের স্বার্থবাহী দাবিদাওয়াকে সামনে রেখে এই জনসভা অনুষ্ঠিত করা হবে। ১৯ নভেম্বরের জনসভা নিছক একটি দলীয় সভা নয়, মানুষের জীবনে তৈরী হওয়া সমস্যাগুলিকে সামনে রেখে সবাইকে সমবেত করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে এই সভা। যারা আমাদের সমর্থক নন, যারা আমাদের সমালোচনা করেন, এরকম মানুষ যারা জীবন জীবিকার প্রশ্নে মনে করছেন অন্যায় হচ্ছে লড়তে হবে, তারা তাদের মতো লড়াই করুন। কিন্তু মাঠে আসুন। মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ ছাড়া মানুষের স্বার্থ তথা দেশ ও রাজ্যকে রক্ষা করা যাবে না। সেক্ষেত্রে এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ন। ইতোমধ্যেই এই আবেদন জানিয়ে সিপিআই(এম)’র পক্ষ থেকে আবেদনপত্র প্রচার করা হচ্ছে। দলমত নির্বিশেষে সবার কাছে আবেদন পত্র পৌঁছে দেওয়া হচ্ছে। এই জনসভাকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গণসংযোগ গড়ে তোলার পাশাপাশি গণ অর্থ সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শহরাঞ্চলের পাশাপাশি মহকুমার বিভিন্ন এলাকাতে ১৯ নভেম্বরের জনসভাকে সফল করার আহ্বান জানিয়ে ধারাবাহিকভাবে সভা মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে।
এদিন জনসভাকে সামনে রেখে সিআইটিইউ দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে অর্থ সংগ্রহ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
Comments :0