Migrant Worker Died

মায়ের সঙ্গে ফোনে কথা, কয়েক ঘন্টা পরই মৃত্যুর খবর ধনিয়াখালিতে

জেলা

ধনিয়াখালিতে পরিযায়ী শ্রমিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। ছবি: অভীক ঘোষ

মৃত্যুর কয়েক ঘন্টা আগে মায়ের সঙ্গে ফোনে শেষবার কথা হয়েছিল ছেলের। কিছু পরেই খবর আসে মারা গিয়েছে ছেলে। ভিন রাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে ধনিয়াখালির পরিযায়ী শ্রমিকের। মৃতদেহ ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে পরিবার।
উৎসবের আগে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া ধনেখালির বেলমুড়ি গ্রামে। মৃতের নাম সঞ্জীব ভূমিজ (২৮)। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মৃতদেহ পেতে মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন জানান পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, সরকার উদ্যোগ নিয়ে বিমানে ছেলের দেহ ফিরিয়ে এনে দিক।
অবিবাহিত সঞ্জীব বিগত প্রায় দশ বছর ধরে বিভিন্ন জায়গায় গয়না শিল্পের কাজ করছিলেন। গত নয় মাস আগে পরিবারের এক আত্মীয় মনসা মালিকের সঙ্গে দিল্লিতে সোনার কাজে গিয়েছিলেন। কালী পুজোর সময় বাড়ি ফেরার কথা ছিল তাঁর। 
সঞ্জীবের মা রীতা ভূমিজ জানান, ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ছেলে সন্ধ্যা ও রাতে ফোন করেছিল। সেই শেষ কথা হয়েছিল। আমার সঙ্গে ভালোভাবেই কথা বলে। তখন শরীর খারাপের কথা কিছু বলেনি। তারপর রাত একটা নাগাদ বাড়িতে ফোন আসে। বলা হয় ছেলের বুকে যন্ত্রণা হচ্ছে, হাসপাতালে নিয়ে গেছে। সেখানে চিকিৎসক দেখে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর অন্য হাসপাতালে স্থানান্তরিত করে। বুকে ব্যথার সঙ্গে শুরু হয়েছিল শ্বাসকষ্ট। অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় সঞ্জীবের। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ সঞ্জীবের দেহ ময়নাতদন্তে পাঠায়।
আত্মীয় মনসা ফোন করে সঞ্জীবের পরিবারকে মৃত্যুর ঘটনা জানাযন। এবার বাড়ি ফিরে ঘর ঢালাই করার কথা ছিল। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সঞ্জীব। ৯ মাস আগে মৃত্যু হয় তাঁর বাবার। স্বামী, সন্তানকে পরপর হারিয়ে শোকস্তব্ধ মা। শনিবার সঞ্জীবের বাড়িতে যান ধনিয়াখালির বিডিও এবং থানার পুলিশ আধিকারিকরা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন