Minakhi Mukherjee

বাঁধা উপেক্ষা করে সন্দেশখালিতে ঢুকলেন মীনাক্ষী মুখার্জিরা

রাজ্য

ফাইল চিত্র

পুলিশের বাঁধা পেরিয়ে সন্দেশখালিতে প্রবেশ করলো ডিওয়াইএফআই, এসএফআই এবং মহিলা সমিতির নেতৃত্ব। সন্দেশখালি থানার সামনে সংক্ষিপ্ত সভা করা হয় ছাত্র, যুব, মহিলা নেতৃত্বের পক্ষ থেকে। ফেরি ঘাট বন্ধ রেখে বাঁধা দেওয়া কনীনিকা ঘোষ, মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জন দে সহ অন্যান্যদের। 

সন্দেশখালিতে দিনের পর দিন তৃণমূলের শাহজাহান সিন্ডিকেট এর হাতে নির্যাতিত হয়েছেন মহিলারা। তাঁরাই এখন প্রতিবাদের সামনের সারিতে। তাই এদিন গিয়েছেন মীনাক্ষী, কনীনিকা সহ নেত্রীরা।

মীনাক্ষী বলেন, আমাদের প্রশ্ন কেন ফেরি ঘাট বন্ধ রাখা হয়েছিল, টেন্ডার কি ভাবে হচ্ছে তার জবাব দিতে হবে বিডিওকে। পুলিশ বলছে আমরা গেলে নাকি আইন শৃঙ্খলা ভেঙে পড়বে! শাহজাহান কি আইন শৃঙ্খলা বজায় রেখেছে?

তিনি বলেন, ‘‘হাজার টাকা হাতে গুঁজে দিয়ে মা বোনেদের ডেকে নিয়ে গিয়ে সম্মান নিয়ে খেলছে তৃণমূল। কেন মিথ্যা মামলা দেওয়া হলো ১১১ জনকে? নিরাপদ সর্দারকে কেন গ্রেপ্তার করা হলো?’’

Comments :0

Login to leave a comment