Minakhi Sandeshkhali

সন্দেশখালির গ্রামে ঢুকতে বাধা মীনাক্ষী মুখার্জিদের

রাজ্য

১৪৪ ধারার অজুহাত দেখিয়ে সন্দেশখালির মাঝেরপাড়ায় আটকানো হলো মীনাক্ষী মুখার্জিদের। অন্যদিকে অবাধে সন্দেশখালির বিভিন্ন গ্রামে ঘুরছে তৃণমূলের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক।  
শনিবার সকালের পুলিশের নজর ফাঁকি দিয়ে সন্দেশখালি ঢোকেন মীনাক্ষী মুখার্জি সহ যুব নেতৃত্ব। টোটো নিয়ে গ্রামে গ্রামে ঘোরেন যুবরা। কথা বলেন গ্রামবাসীদের সাথে। এদিন মাঝেরপাড়ায় পুলিশ আটকালে মীনাক্ষী মুখার্জিরা যখন কারণ জানতে চায় তখন কোন কথার উত্তর দিতে পারেনি প্রশাসন। মীনাক্ষী মুখার্জি একা গ্রামে যেতে চাইলেও তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।


ভোরে নদী পেরিয়ে দ্বীপে চলে আসেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং অন্যান্য নেতৃত্ব। তাঁরা সর্দার পাড়ায় যান তাঁরা। পরে পাত্র পাড়া, মাইতি পাড়ায় যান তাঁরা। ছিলেন সংগঠনের প্রাক্তন নেতৃত্ব পলাশ দাসও।
গ্রামের মহিলাদের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলেন তাঁরা। পুলিশ কে এড়িয়ে বিস্তীর্ণ এলাকায় মানুষের উপর তৃণমূলের অত্যাচারের বিবরণ শোনেন তাঁরা। এদিন সকাল থেকেই সন্দেশখালির অনেক এলাকায় লাল ঝান্ডা উড়িয়ে দেন গ্রামবাসীরা।

Comments :0

Login to leave a comment