DYFI Brigade 2023

ব্রিগেডে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পড়ে শোনালেন মীনাক্ষী মুখার্জি

রাজ্য

লক্ষ লক্ষ জনতার সামনে রাজ্যের যুব আন্দোলনের সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পড়ে শোনালেন ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। রবীন্দ্রনাথের গানকে উদ্ধৃত করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখে পাঠিয়েছেন, ‘‘যেখানে ডাক পড়ে, জীবন মরণ ঝরে, আমরা প্রস্তুত।’ ওই বার্তায় বলা হয়, ‘‘এটাই ডিওয়াইএফআই। সুতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্যমণ্ডিত হবে।’’

শনিবার সন্ধ্যাবেলা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে যান মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা,  হিমঘ্নরাজ ভট্টাচার্য, কলতান দাশগুপ্ত সহ যুব নেতৃত্ব। তাঁদের মাধ্যমেই ব্রিগেডের বার্তা পাঠিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। 

বুদ্ধদেব ভট্টাচার্যের বাস ভবন থেকে বেরিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, রবিবারের ব্রিগেড খুব ভালো ব্রিগেড, বড় ব্রিগেড হবে। তিনি আমাদের অভিন্দন জানিয়েছেন। ৫০দিন হাঁটার পরে এই সমাবেশ একটি চিহ্নফলক হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। ’’

মীনাক্ষী মুখার্জি আরও বলেছেন, ‘‘বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক। সমাবেশের আগে পূর্বসূরির সঙ্গে দেখা করতে এসেছিলাম আমরা। তিনি বলেছেন গোটা রাজ্যের ভরসা হল খেটে খাওয়া মানুষের শক্তি।’’

সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। মীরা ভট্টাচার্যও বলেছেন, ‘‘কালকের ব্রিগেড খুব ভালো হবে। আমরা সবাই আশা করছি।’’  

Comments :0

Login to leave a comment