সোমবার জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খালিদ জামিলের সামনে মহামেডান স্পোর্টিং । খেলা শুরু সন্ধ্যা ৭ : ৩০ টায় ।
৯ ম্যাচে ৫পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে রয়েছে আন্দ্রে চেরিশেনভের দল । গত ম্যাচে সুনীল ছেত্র্রীর শেষ মুহূর্তের গোলে হারের স্বাদ পেয়েছিল মহামেডান । আই লিগ জিতে প্রথম মরশুমে আইএসএলে ভালো ফল করাই লক্ষ্য মহামেডানের । কাশিমভ ও ভিদাল গত ম্যাচে সুন্দর ফুটবল উপহার দিয়েছিলেন । সোমবার জয়ের ক্ষেত্রে তাদের দিকেই তাকিয়ে মহামেডান । অন্যদিকে তাদের প্রতিপক্ষ জামশেদপুরও খুব একটা ভালো জায়গায় নেই । প্রথম দিকে ভালো শুরু করেও বর্তমানে ছন্দপতন ঘটেছে তাদের । গত ম্যাচে মোহনবাগানের কাছে ৩ গোলে হারার পর আত্মবিশ্বাসের তলানিতে রয়েছে খালিদের দল । তাই এহেন অবস্থায় মূলত ১ পয়েন্টের লক্ষ্যেই জামশেদপুরে নামবেন কাশিমভরা । সাংবাদিক সম্মেলনে খালিদ জানিয়েছেন যে , তাদের দলের কাছে এইটা মরণবাঁচন ম্যাচ , ঘরের মাঠে এই খেলাটা সবসমই এডভান্টেজের । চোট আঘাত মুক্ত প্রত্যেকটি ফুটবলারদরকে নিয়েই তাই জয় চাইছে ' ইস্পাত নগরী ' জামশেদপুর । রাশিয়ান কোচ আন্দ্রে চেরিশেনভের পারফরম্যান্সে মোটেও খুশি নন মহামেডান ম্যানেজমেন্ট । একটু স্বস্তির হাওয়া পেতে তাই সোমবার আওয়ে ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট নিয়ে আসতে চায় ' ব্ল্যাক প্যান্থার্স 'রা ।
Comments :0