Money Recovered

হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল টাকা, গ্রেপ্তার পাঁচ

রাজ্য

লোকসভা নির্বাচনের আগেই ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হলো হাওড়া স্টেশনে ডাউন রাজধানী এক্সপ্রেস থেকে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাজধানী এক্সপ্রেস হাওড়া স্টেশনে এসে পৌঁছালে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৭ লক্ষ ২০ হাজার টাকা। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে জিআরপি।
চলতি মাসে ২২ তারিখে ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ছ’জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে মোট ৫০ লক্ষ ৮৪ হাজার টাকার নগদ উদ্ধার হয়েছিল। আবারও এদিন একই ট্রেন থেকে উদ্ধার হলো ২৭ লক্ষ ২০ হাজার টাকা। লোকসভা ভোটের আগে রাজ্যে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতেরা এই বিপুল টাকা নিয়ে কোথা থেকে নিয়ে আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। রেল পুলিশ জানিয়েছে। এদিন সকালে হাওড়া স্টেশনে জিআরপি আধিকারিকেরা তল্লাশি চালানোর সময় ধৃতদের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে। অভিযোগ, ওই টাকার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলেও কোনও রকম কাগজপত্র এরা দেখাতে পারেননি। জিআরপি আধিকারিকেরা পাঁচ জনকে গ্রেপ্তার করে।
 

Comments :0

Login to leave a comment