শুক্রবার সন্ধ্যায় গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকায় নাকা চেকিং একটি ছোটো গাড়ি থেকে উদ্ধার ২৩ লক্ষ নগদ টাকা। লোকসভা ভোটের কয়েকদিন আগে এই বিপুল টাকা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার ডালখোলার এক ট্রাক্টর শোরুমের এক কর্মী গোয়ালপোখর সহ বেশ কয়েকটি এলাকা থেকে ফিরছিলেন। সেসময় গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকায় এসএসটি-র নাকা চেকিং চলছিল। গাড়িটি থেকে ২৩ লক্ষ টাকা উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গোয়ালপোখর থানার আইসি এনটি ভুটিয়া ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। শো রুমের টাকা তোলা সংক্রান্ত সঠিক নথিপত্র দেখাতে পারেননি ওই কর্মী। টাকা বাজেয়াপ্ত করে রায়গঞ্জ আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
ইসলামপুরে পুলিশ সুপার জেবি থমাস বলেন পুলিশ ও এসএসটি যৌথভাবে অভিযান চালিয়ে ওই অর্থ উদ্ধার করে।
Uttar Dinajpur
গোয়ালপোখরে গাড়ি থেকে বাজেয়াপ্ত ২৩ লক্ষ টাকা
×
Comments :0