Nabadwip

ফেরিঘাটে হুড়োহুড়ি, নবদ্বীপে পদপিষ্ট হয়ে জখম একাধিক

জেলা

নবদ্বীপ ফেরিঘাটে জেটিতে ভিড়ের চাপে রেলিং ভেঙে শিশু, মহিলা সহ বেশ কয়েকজন পদপিষ্ট হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দোল পূর্ণিমা উপলক্ষে নগর পরিক্রমায় অংশ নেওয়া কয়েকজন সমাগত জনতা পদপৃষ্ট হয়ে আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। 
এদিন সকালে নবদ্বীপের কেশবজী গৌড়ীয় মঠের নগর পরিক্রমা শুরু হলে প্রচুর মানুষ এতে অংশগ্রহণ করেন। নদী পারাপারের জন্য তাঁরা নবদ্বীপ ফেরিঘাটে এলে সেখানেই তারা দুর্ঘটনার মধ্যে পড়েন। এই ফেরিঘাটের জেটিতে ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে ফেলে পদপৃষ্ট হয়ে আহত হন অনেকে। আহতদের নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। পাঁচজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, আহতরা হলেন, পবন মণ্ডল(১০), শ্যামা মন্ডল(৫৩),  লক্ষী হালদার(৬৬),  সুষমা মন্ডল (৭০) এবং পালন চন্দ্র মন্ডল (৫৫)। আপাতত সেখানেই তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা গেছে।
দোল পূর্ণিমা উপলক্ষ্যে এখন থেকেই দেশবিদেশের বহু দর্শনার্থী আসতে শুরু করেছেন নবদ্বীপ, মায়াপুরে। কয়েক হাজার সমাগত জনতাকে নিয়ে কেশবজী গৌড়িয় মঠে নগর পরিক্রমা করে স্বরূপগঞ্জ যাওয়ার পথে নবদ্বীপ ফেরিঘাটের জেটিতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। তখনই ভিড়ের চাপে জেটির রেলিং ভেঙে পড়ে। গুরুতর জখম এক শিশু  ও মহিলা সহ ৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে।

Comments :0

Login to leave a comment