icc champions trophy

ভারতের বিরুদ্ধে কিউইদের রেকর্ডই ভাবাচ্ছে রোহিতদের

খেলা

new zealand have somy faced india in finals e positive results when the

অস্ট্রেলিয়াকে প্রথম সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। গ্রূপ পর্যায়ে এই দুবাইয়েই স্যান্টানারের দলকে হারিয়েছিল ভারত। সেক্ষেত্রে ফাইনালে এই চেনা প্রতিপক্ষ হওয়ায় কিছুটা সুবিধা হওয়ার কথা ভারতের। কিন্তু বাস্তবে তা হচ্ছেনা। কারণ ফাইনালে ভারতের বিরুদ্ধে রেকর্ড বরাবরই উৎসাহব্যঞ্জক নিউজিল্যান্ডের। ২০০০সালে আইসিসি নকআউটের ফাইনালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় দলকে পরাজিত করেছিল স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড। এছাড়াও গত ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বা WORLD TEST CHAMPIOSNHIP ( WTC ) এর ফাইনালেও ভারতকে হারিয়েছিল কেন উইলিয়ামসের নিউজিল্যান্ড। ফলে ফাইনালটি মোটেও সহজ হবেনা রোহিতদের জন্য। এছাড়াও কুলদ্বীপ , বরুণ , জাদেজা , শামিদের নজরে রাখতেই হবে রচীন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসের দিকে । গত ম্যাচে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন এই দুইজন। এছাড়াও এই প্রতিযোগিতায় দারুন পারফরম্যান্সে নিজের ছাপ রেখে গেছেন এই দুইজন। তাই ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই যথেষ্টই শক্তিশালী এখন নিউজিল্যান্ড। তাই আপাতদৃষ্টিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটি সহজ মনে হলেও ভারতের জন্য কিন্তু এই ম্যাচ একটি অ্যাসিড টেস্ট।  ২০২৪ এর ২৯জুনের মত সেই মায়াবী রাতের অপেক্ষায় গোটা ভারতবাসী।     

Comments :0

Login to leave a comment