Niranjan Jyoti

তৃণমূলের সাথে আলোচনায় তৈরি, জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

জাতীয়

তৃণমূলের প্রতিনিধি দলের সাথে দেখা করতে তৈরি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। কলকাতায় বিজেপির অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। যদিও তৃণমূল এই বিষয় এখনও কিছু জানায়নি। তিনি দাবি করেছেন দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দলের সাথে দেখা করার জন্য তিনি তৈরি ছিলেন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বার বার প্রতিনিধি দলের সদস্য সংখ্যা বদল করার জন্য তিনি দেখা করতে পারেননি। তার কথায় বিগত ন’বছরে কেন্দ্রেন মোদী সরকার পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখেনি। তৃণমূলের পক্ষ থেকে বার বার দাবি করে আসা হচ্ছে যে কেন্দ্রেয় সরকার রাজ্যকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করছে। বকেয়া টাকার দাবিতে দিল্লি অভিযান করেছেন অভিষেক ব্যানার্জি।


তৃণমূল এবং বিজেপির উভয়ের এই দড়ি টানাটানিতে সমস্যায় পড়েছেন গ্রামের গরীব খেটে খাওয়া মানুষজন। যারা ১০০ দিনের কাজ করেও টাকা পায়নি। সিপিআই(এম) সহ বামপন্থী দল গুলোর পক্ষ থেকে বার বার দাবি করে আসা হচ্ছে যে দুই পক্ষ শ্বেতপত্র প্রকাশ করুক এই বিষয়। মহম্মদ সেলিমের কথায়, ‘বিজেপি সরকারের ১০০ দিনের টাকা আটকে রাখার বিরুদ্ধে বামপন্থীরাও লড়াই করতে তৈরি। কিন্তু কেন্দ্র বলুক কতো দিয়েছে আর রাজ্য বলুক কতো খরচ হয়েছে আর কতো পাবে। তাহলে দুধ আর জল সব পরিষ্কার হয়ে যাবে।’ 
এই কথা বলার পরেও বহুদিন কেটে গিয়েছে কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ই কোন স্বেতপত্র আজও সামনে আনতে পারেনি। এই দিকে ভুয়ো জব কার্ড বানিয়ে টাকা আত্মস্বাদ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সদস্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের সময় সেই কথা সামনে এসেছে। 

তৃণমূল এবং বিজেপির এই দড়ি টানাটানি প্রসঙ্গে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘১০০ দিনের কাজ নিয়ে যেই লড়াই লড়াই ভাব দেখানো হচ্ছে তা আসলে তৃণমূল এবং বিজেপির বাইনারি তৈরি করার প্রচেষ্টা। টাকা যদি চাইতে যেতেই হয় তাহলে মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী যাবেন। অভিষেক কেন? আসলে ওরা টাকা নয় রাজনীতি করতে চাইছে। তৃণমূল অভিষেককে সামনে রেখে লড়াই দেখাবে। বিজেপি শুভেন্দুকে সামনে রেখে লড়াই দেখাবে।’’
চক্রবর্তী আরও বলেন, ‘‘দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী দেখা করলেন না। এখন কলকাতায় এসেছেন। হোক বৈঠক। রাজ্য সরকারের সচিব, মন্ত্রীদের সাথে বৈঠক হোক।’’

উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ লোকসভায় দাঁড়িয়ে ভুয়ো জব কার্ড রয়েছে এমন যেই রাজ্য গুলোর তালিকা দিয়েছিল তাতে বিজেপি শাসিত একাধিক রাজ্যের পাশাপাশি নাম ছিল পশ্চিমবঙ্গের। এখানেই প্রশ্ন উঠছে কেন্দ্র যখন জানে যে রাজ্যে ভুয়ো জব কার্ড রয়েছে তাহলে তারা তাতে কোন পদক্ষেপ কেন নিল না। অন্যদিকে কেন্দ্র যখন রাজ্যকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করছে ১০০ দিনের কাজে থখন রাজ্যের তৃণমুল সাংসদরা নীরব থাকলেন কেন লোকসভায়। 
এই পরিস্থিতিতে মানুষের নজর ঘোরাতে রাজভবনের সামনে ধর্ণা দিয়েছেন অভিষেক ব্যানার্জি। সেখানে নেই ভুয়ো জব কার্ডের প্রসঙ্গে, নেই শ্বেতপত্রের কথা। শুধু রয়েছে গান আর, বক্তৃতা।

Comments :0

Login to leave a comment