North Sikkim Tourism

ফের খুলে যাচ্ছে উত্তর সিকিম

জাতীয় রাজ্য

দীপশুভ্র সান্যাল
প্রায় দুমাস পর ফের খুলে যাচ্ছে উত্তর সিকিমের একাংশ। গত অক্টোবর মাসে বিপর্যয়ের পর থেকে বন্ধই ছিল উত্তর সিকিম। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ লণ্ডভণ্ড করে দিয়েছিল গোটা সিকিমকে। ভেঙে পড়ে সিকিমের চুংথাম বাঁধ। তিস্তায় হড়পা বানের জেরে মারাত্মক ক্ষতি হয়েছিল। পাকিয়ং, গ্যাংটক, নামচি–সহ বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে পড়ে। এমনকি সিকিম যাওয়ার নিরাপদ পথ ১০ নম্বর জাতীয় সড়কের ব্যাপক ক্ষতি হয়েছিল বন্যায়। সেই পর্যটনক্ষেত্র আবার নিজের মতো করে সেজে উঠছে। আগামী ১ ডিসেম্বর থেকে লাচুং-এ যেতে পারবেন পর্যটকরা।  লাচেন ও গুরুদংমার এখনও বেশ কয়েকদিন বন্ধ রাখা হবে। বহু রাস্তা এখনও সারানো হয়নি বলে সিকিম পর্যটন দপ্তরের পক্ষ থেকে এক নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে যাওয়ার জন্য পর্যটকদের আহ্বান জানিয়েছে সিকিম সরকার। নির্দেশিকায় জানানো হয়েছে,  ১ ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য লাচুং, ইয়ামথাং খুলে দেওয়া হচ্ছে। তবে খোলা যাচ্ছে না লাচেন এবং গুরুদংমার। পরবর্তী ক্ষেত্রে আবার এখানে মেরামত করে সাজিয়ে তুলে তা খুলে দেওয়া হবে। উত্তর সিকিমে ভ্রমণে থাকছে বেশ কিছু কড়াকড়ি। পর্যটকদের গাড়িকে কনভয়ের নির্দেশে চলতে হবে বলে সিকিম প্রশাসন সূত্রে জানা গেছে। নির্দেশিকায় রয়েছে নিষেধাজ্ঞাও, বলা হয়েছে উত্তর সিকিমে পৌঁছতে গেলে পর্যটকদের সংকলন–টং–চুংথাং পথ ধরেই যেতে হবে। অন্য কোনও পথ নয়। ওই পথে দিনে গাড়ি চলাচল করলেও বিকেল ৪টের পর তা বন্ধ হয়ে যাবে। তখন আর ওই পথে যাওয়া হবেনা। বিপদ সঙ্কেতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। বিধিনিষেধের মধ্যেই পর্যটকদের আনন্দ দিতে চাইছে সিকিম সরকার। পর্যটক গেলে আয় বাড়বে সিকিম সরকারের তাই কঠিন পরিশ্রম করে উত্তর সিকিমের সঙ্গে বাকি অংশের যোগাযোগ গড়ে তুলছেন সেনাবাহিনী। উত্তর সিকিমের কাজ প্রায় শেষ। কিছু জায়গার কাজ বাকি রয়েছে, বহু রাস্তা তৈরির কাজ শেষ হয়নি দিনরাত এক করে তা মেরামতের চেষ্টা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে।
সিকিম সরকারের এই নির্দেশিকার পর পর্যটকদের মুখেও হাসি ফুটতে শুরু করেছে। অনেকে খোঁজ নিচ্ছেন ট্রাভেল এজেন্সিগুলির কাছে। পর্যটকেরা ফোন করে খবর নিচ্ছেন একাধিক ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment