বিস্ফোরকের স্তূপে বীরভূম। প্রায় প্রতিদিনই বোমা উদ্ধার হচ্ছে নানা প্রান্তে। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূমের সদাইপুর থানার সাহাপুর গ্রামে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র-সহ বোমা তৈরির মশলাও। যে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিকের নাম শেখ সবুর। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘তৃণমূল নেতাদের নির্দেশে বাড়িতে বোমা তৈরীর মশলা ও আগ্নেয়াস্ত্র মজুদ করেছিলাম’, পুলিশের হাতে ধরার পর আদালতে তোলার পথে এমনই স্বীকারোক্তি ধৃতের।
লোকসভা নির্বাচনের আবহে আবারও আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির মশলা উদ্ধার করেছে বীরভূমের সদাইপুর থানার পুলিশ। এলাকার সাহাপুর গ্রামে শেখ সবুর নামে এক দুষ্কৃতীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরীর মশলা। গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ শুক্রবার গভীর রাতে সাহাপুর গ্রামে শেখ সবুরের বাড়িতে হানা দেয়। তার বাড়ির গোপন জায়গা থেকে উদ্ধার হয় এক নলা বন্দুক(পাইপ গান), এক রাউন্ড গুলি ও বোমা তৈরির মশলা। গ্রেপ্তার করা হয় সবুরকে। শনিবার আদালতে তোলা হয় ধৃতকে। সেইসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধৃত সবুর জানান, ‘‘'আমাদের গ্রামের তৃণমূল নেতা আতাই সেখ ও তার সঙ্গী রাকিবুল আমাকে বাড়িতে মালগুলি রাখার নির্দেশ দিয়েছিল। গাঁয়ে ঝামেলা হয়েছে। ওদের ঘরে পুলিশ রেড করছে বলে মালগুলি সরিয়ে আমার বাড়িতে রাখতে বলেছিল’’।' আদালত ধৃতের পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে।
Birbhum
‘তৃণমূল নেতার নির্দেশ বন্দুক, মশলা রেখেছিলাম’, স্বীকারোক্তি ধৃতের
×
Comments :0