কোচের পাশে বসে থাকা বিষ্ণু বলেন, ‘‘আমি এই ঐতিহাসিক ক্লাবের সদস্য হতে পেরে খুবই খুশি। আমার কোচ , সাপোর্টিং স্টাফরা আমায় খুবই সাহায্য করেন।’’
বিপক্ষ দলে রয়েছে এই মরশুমের বর্তমান সর্বোচ্চ গোলদাতা আজেইরিন। সেই প্রসঙ্গে অস্কার বলেন, ‘‘আজেইরিন এখন দারুণ ফর্মে রয়েছে, সেটা আমাদের মাথায় রয়েছে এবং তাকে নিয়ে আমাদের পরিকল্পনা তৈরি , কালকের ম্যাচের পরিস্থিতিতে অনুযায়ী আমি আমার পরিকল্পনা ও ছক ঠিক করব।’’ অস্কারের বক্তব্যেই স্পষ্ট যে তাদের দল এখন ট্রানজিশন পিরিয়ড বা পরিবর্তনের মধ্যে দিয়েই যাচ্ছে। গত ম্যাচে ৯ জন হয়ে যাওয়ার পর প্রায় সম্পূর্ণ দ্বিতীয়ার্ধটাই মহামেডানের বিরুদ্ধে চোখে চোখ রেখেই লড়াই করেছিল ইস্টবেঙ্গল। এই লড়াইটাই শুক্রবারের ম্যাচে তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। গত কয়েক মরশুমের তুলনায় এই মরশুমে লাল হলুদের ভালো দলগঠনের সত্ত্বেও পারফরম্যান্সে তার কোন ছাপই পড়ছেনা। তাই মরশুমের মাঝপথেই কার্লোসের জায়গায় কোচ হয়ে আসা অস্কারের মূল লক্ষ্যই হল শেষ ছয়ে জায়গা করে নেওয়া ।
Comments :0