PEOPLE BRIGADE

সকালেই স্টেশনে ব্রিগেডমুখী জনতা, রয়েছেন স্বেচ্ছাসেবকরা

রাজ্য কলকাতা

শিয়ালদহ স্টেশনে কোচবিহারের ব্রিগেডযাত্রীরা। ছবি: মনোজ আচার্য।

কোচবিহার, দক্ষিণ দিনাজপুরের মতো কলকাতা থেকে দূরের একাধিক জেলা থেকে ব্রিগেড অভিমুখে আসছেন জনতা।

রবিবারের ব্রিগেড সমাবেশে অংশ নেওয়ার জন‍্য শনিবার সকালেইএসে পৌঁছালেন কোচবিহারের অনেকেই। শিয়ালদহ স্টেশনে পৌঁছেছেন তাঁরা ( ছবি)।

শনিবার সকালে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন দক্ষিণ দিনাজপুরের যুব এবং বামপন্থী কর্মী-সমর্থকরা (ভিডিও)।

সকালে হাওড়া স্টেশনে আগত দক্ষিণ দিনাজপুরের কর্মীদের অভ্যর্থনা জানান হাওড়া জেলার ছাত্র-যুব নেতৃবৃন্দ। শনিবার বিকালে থেকেই রাজ্যের আরও বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে শুরু করবেন। আগত মানুষজনের অভ্যর্থনা জানাতে হাওড়া স্টেশনের বাইরে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে।

শনিবার এবং রবিবার ট্রেনের সূচিতে বদল এনেছে রেল। ট্রেন দেরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ট্রেন বাতিল করে জনতাকে আটকানে যাবে না, বলেছেন প্রাক্তন যুবনেতা এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

Comments :0

Login to leave a comment