প্রাথমিকের প্রশিক্ষনহীন ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দারস্থ হলো প্রাথমিক শিক্ষা সংসদ। বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে। আদালত সূত্রে খবর মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি থাকার কারণে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দেন। হাই কোর্টের এই রায়ের পরপরই পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয় যে নিয়োগ প্রক্রিয়ায় কোন ত্রুটি ছিল না। আদালতের পক্ষ থেকে আরও বলা হয় যে যাদের চাকরি বাতিল করা হচ্ছে তাদের জায়গায় যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে পর্ষদকে।
Comments :0