Belghariya

পোস্ট অফিস স্থানান্তর করার প্রতিবাদে সাক্ষর সংগ্রহ

রাজ্য জেলা

পোস্ট অফিস স্থানান্তরিত করে দেওয়ার প্রতিবাদে গ্রাহকসহ এলাকার মানুষ শনিবার বিক্ষোভ দেখালো পোস্ট অফিসের সামনে। বেলঘড়িয়া প্রফুল্ল নগর অঞ্চলে সাউথ বেলঘড়িয়া উপ ডাকঘর ষষ্ঠীতলা রোড কালিতলা মোড়ে অবস্থিত এই পোস্ট অফিসটি প্রায় ৬০ থেকে ৬০ বছরের পুরনো। এই পোস্ট অফিসটি বন্ধ করে দিয়ে বেলঘড়িয়া প্রধান পোস্ট অফিসের সাথে যুক্ত করে দেওয়া হবে, সেই সংক্রান্ত নোটিশ শুক্রবার পোস্ট অফিসের দরজার উপরে লাগিয়ে দেওয়া হয়। তারপরেই শনিবার সকালে সিপিআই(এম) বেলঘড়িয়া এরিয়া কমিটি উদ্যোগে এবং প্রফুল্লনগর শাখার যৌথ উদ্যোগে এলাকার মানুষকে সাথে নিয়ে এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানিয়ে এই এলাকার এই পোস্ট অফিসটি রক্ষা করার জন্য গণসই সংগ্রহ করা হয়। গনস্বাক্ষর সহ স্মারকলিপি জমা দেওয়া হয় বেলঘড়িয়া প্রধান পোস্ট অফিসের পোস্টমাস্টারের কাছে। 


কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৭, ১৮, ১৯, ২০ নম্বর ওয়ার্ড ছাড়া সংলগ্ন অঞ্চলের মানুষরা এই পোস্ট অফিসের উপরে নির্ভর করতেন। প্রায় ৪০ হাজার উপরে এমআইএস সহ বিভিন্ন রেকারিং সেভিংস একাউন্ট রয়েছে। এছাড়াও এই পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সরকারি চিঠিপত্র আদান-প্রদান এবং বিভিন্ন কাজের মানুষের সুবিধে হয়। বহু পেনশন ভোগী ব্যাক্তি এই পোস্ট অফিসের ওপর নির্ভলশীল। সেই অফিস যদি তন্যত্র যায় তবে তাদের সমস্যা হবে বলে তারা জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment