Mid Day Meal

কুকুর-ছাগলের সঙ্গেই মিড ডে মিল স্কুলে

জেলা

জরাজীর্ণ ভবনে চলছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা। পাশাপাশি কুকুর ছাগল হাঁস মুরগির মধ্যেই মিড ডে মিল খাচ্ছে এই স্কুলের ছাত্র-ছাত্রীরা। ঘটনাটি পূর্বস্থলী ২ ব্লকের মাজিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম আটপাড়া প্রাথমিক  বিদ্যালয়ের। এলাকাবাসীদের অভিযোগ এই স্কুলে এরকম অবস্থা চলছে বছর তিনেক ধরে। বারে বারে স্থানীয় প্রশাসন ও এই স্কুলের হেডমাস্টারকে বলেও কোন সূরাহা হয়নি। এই স্কুলের প্রধান শিক্ষক জরাজীর্ণ ভবন ও কুকুর ছাগল হাঁস মুরগির সঙ্গে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার কথা স্বীকার করে নেন। তিনি বলেন, স্কুলের বাউন্ডারি না থাকায় পশুরা সব ঢুকে পড়ছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। পূর্বস্থলী উত্তর চক্রের পরিদর্শক উজ্জ্বল রায় জানান, খুব শীঘ্রই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কালনা মহাকুমা শাসক শুভম আগারওয়ালকে বিষয়টি জানালে তিনি বলেন, আমি পূর্বস্থলী ২বিডিওর সঙ্গে কথা বলছি এ ব্যাপারে।
 

Comments :0

Login to leave a comment