Rahul Gandhi

রায়বারেলি থেকে লড়বেন রাহুল গান্ধী

জাতীয় লোকসভা ২০২৪

আমেঠি নয়। রায়বারেলি আসন থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দিতা করবেন রাহুল গান্ধী। রাজ্যসভা সাংসদ হওয়ায় সোনিয়া গান্ধী এবার রায়রারেলি থেকে প্রতিদ্বন্দিতা করছেন না। তার জায়গায় এবার প্রার্থী হচ্ছেন রাহুল।

গত লোকসভা নির্বাচনে আমেঠি থেকে পরাজিত হন রাহুল গান্ধী। শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আমেঠি থেকে লড়বেন কিশোরী লাল শর্মা। 

রায়বারেলি আসনে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হতে পারে এমন জল্পনা ছিল রাজনৈতিক মহলে। উত্তরপ্রদেশ কংগ্রেসের একাংশ বার বার দাবি করে এসেছিল বারানসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার। কিন্তু তা হয়নি। সোনিয়া গান্ধী প্রার্থী না হওয়ায় অনেকেই ভেবে ছিলেন ওই আসন থেকে লড়বেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য রাহুল গান্ধী কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দিতা করছেন। গত লোকসভা নির্বাচনে তিনি আমেঠিতে স্মৃতি ইরানির কাছে পরাজিত হলেও ওয়েনাডে জয়ী হয়েছিলেন। 

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে ২০ মে এই দুই আসনে ভোটগ্রহন হওয়ায় শুক্রবারই মনোনয়ন জমা করবেন দুই প্রার্থী।

দলের পক্ষ থেকে দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষনা হওয়ার পরপরই টুইট করে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন