Sambhal

বিদেশ থেকে তৈরি করা হয়েছিল সম্ভলে হিংসার ছক, দাবি যোগী পুলিশের

জাতীয়

সংযুক্ত আরব আমিরশাহি থেকে বসে তৈরি হয়েছিল উত্তরপ্রদেশের সম্ভলে সাম্প্রদায়িক হিংসার ছক। ৪৪০০ পাতার চার্জশিটে এমনই অভিযোগ করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে শারিক সাত্থা নামে সম্ভলের এক বাসিন্দা যিনি এখন সংযুক্ত আরব আমিরশাহিতে থাকেন তিনি এই গোটা বিষয়ের পরিকল্পনা করেছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে দাবি করেছে যোগী প্রশাসন। তাদের দাবি গাড়ি চুরি একটি র্যাাকেটের সাথে তার যোগ ছিল, যার সাথে আবার যোগ আছে দাউদের। পুলিশের দাবি ওই যুবক নকল পাসপোর্ট ব্যবহার করে ভারত ছেড়ে পালিয়েছে। 
বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে যেই রিপোর্ট জমা পড়েছে তাতে ৭৯ জনের নাম আছে। যাদের সবাই এখন জেলে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সম্ভলের এসপি কিশান কুমার জানিয়েছেন, তদন্ত করতে গিয়ে এই যুবকের নাম সামনে এসেছে। তাদের কাছে সাত্থার বিরুদ্ধে যেই প্রমান হাতে এসেছে তাতে তাদের অনুমান ওই হিংসার ঘটনার ছক সে করেছিল। তিনি আরও জানিয়েছেন এরপর সাপ্লিমেন্টরি চার্জশিট জমা করা হবে তদন্তকারি আধিকারিকদের পক্ষ থেকে। 
সম্ভলের ঘটনায় সমাজবাদী পার্টির নেতার ছেলের নাম জড়িয়েছিল। পুলিশের দাবি সেই দিকও তারা খতিয়ে দেখছে। তবে তাদের দাবি সম্ভল এবং তার আশ পাশের বিভিন্ন জায়গার রাজনৈতিক নেতাদের সাথে ভালো যোগাযোগ আছে সাত্থার।
২৪ নভেম্বর উত্তরপ্রদেশের সম্ভলে শাহী জামা মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজনা তৈরির করা অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে বাহিনীরও একাধিক আহত হয়েছেন সংঘর্ষে। উত্তেজনার জেরে পুলিশের গুলিতে মারা গিয়েছেন ৪ জন। আহত হয় বহু। সম্ভালের সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বর্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করে উত্তর প্রদেশের পুলিশ। 
সম্ভালের সংঘর্ষে মোট ৪০০ জনের বিরুদ্ধে সাতটি ধারায় এফআইআর দায়ের করে পুলিশ। 
সম্ভালে ষোড়শ শতকের শাহী জামা মসজিদ ঘিরে নিম্ন আদালত সমীক্ষার রায় দেয়। আদালতে একটি আবেদনে দাবি করা হয় হিন্দু মন্দির ভেঙে ওই মসজিদ তৈরি করা হয়েছে। আদালত রায় দিতেই রবিবার ভোরবেলা থেকে সাত তাড়াতাড়ি নেমে পড়ে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। অভিযোগ মসজিদের ভেতরে ঢুকে সমীক্ষার নামে দেওয়ালে ভাঙচুর করা হতে থাকে। সেই খবর চাউর হতে তীব্র উত্তেজনা ছড়ায়। শুধু সম্ভল নয়। রাজস্থানের আজমের শরিফ দরগা নিয়েও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে চাইছে আরএসএস মদতপুষ্ট হিন্দু সেনা। তাদের দাবি শিব মন্দির ভেঙে তৈরি করা হয়েছে ওই ঐতিহাসিক দরগা।

Comments :0

Login to leave a comment