School Girl Murder Case

ধর্ষণে বাধা পেয়েই মাটিগাড়ায় ছাত্রীকে খুন, স্বীকার অভিযুক্তের

জেলা

School Girl Murder Case


শিলিগুড়ি মহকুমায় নাবালিকা স্কুল ছাত্রীকে মাথা থেঁতলে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ আব্বাস (২২)। ধৃত মাটিগাড়ার লেনিন কলোনি এলাকার বাসিন্দা। সোমবার রাত প্রায় দুইটা নাগাদ মাটিগাড়া থানার পুলিশ ও শিলিগুড়ি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশী জেরায় অভিযুক্ত স্বীকার করেছে ধর্ষণে বাধা পাওয়াতেই মাথা থেঁতলে ওই ছাত্রীকে খুন করেছে সে। মঙ্গলবার সকালে মাটিগাড়া থানায় সাংবাদিক বৈঠকে ডিসিপি অভিষেক গুপ্তা এখবর জানিয়ে বলেন, রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানাতে নিয়ে আসা হয়। স্কুল ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিলো। ধর্ষণে বাধা পাওয়াতেই এমন ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। জানা গেছে, শিলিগুড়ি সংলগ্ন দার্জিলিঙ মোড় এলাকাস্থিত একটি নেপালি স্কুলে একাদশ শ্রেনিতে পড়াশুনা করতো ওই ছাত্রী। 


প্রসঙ্গত সোমবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার রবীন্দ্রপল্লী এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় ঝোঁপঝাড়ের মধ্যে থেকে স্কুলে ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। ছাত্রীর পরনে ছিলো স্কুলের পোষাক। ইট দিয়ে মাথা থেঁতলে ওই স্কুল ছাত্রীটিকে খুন করা হয়। তদন্তে নেমে সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখার পরে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে পুলিশ হেফাজতে নেবার আবেদন জানানো হয়েছে মাটিগাড়া পুলিশের তরফে। শিলিগুড়ি মহকুমা আদালতে অভিযুক্তকে তোলা হলে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে এলাকার সাধারণ মানুষজন বিক্ষোভ প্রদর্শন করে আদালত চত্বরে।

Comments :0

Login to leave a comment