Shootout at Sitalkuchi

শিতলকুচিতে গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধান

জেলা

বাইকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। অভিযোগের তির বিজেপির দিকে! লোকসভার ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িতে শিতলকুচির ভোট রক্তাক্ত না হলেও ভোটের ফল প্রকাশের আগেই ফের শিতলকুচি ফিরলো বন্দুক, বোমাতেই।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা নাগাদ লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অনিমেষ রায় তাঁর সঙ্গী রাব্বি মিয়াকে বাইকের পেছনে নিয়ে এক দলীয় কর্মীর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে ফিরছিলেন। গ্রাম পঞ্চায়েত অফিস পেরিয়ে বাইক কিছুটা এগিয়ে যেতেই অতর্কিতে গুলি ছুটে আসে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রধানের পায়ে লাগে। দুজনেই বাইক থেকে পড়ে যায়। আততায়ী এক নাকি একাধিক সেটাও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শী কেউ ছিল না ঘটনাস্থলে। জখম গ্রাম পঞ্চায়েত প্রধানকে রাতেই কোচবিহারের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। 
দলীয় গোষ্ঠীকোন্দল নাকি প্রতিপক্ষ অন্য কেউ সেটাও স্পষ্ট নয়। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় প্রধানকে খুন করার উদ্দেশ্যেই এলোপাথাড়ি গুলি চালানো হয়েছিল। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন অনিমেষ রায়। এদিকে ঘটনার পরেই লালবাজার এলাকা থমথমে চেহারা নিয়েছে। ভয়ে দোকানপাট বন্ধ। রাস্তাঘাটে লোকজন নেই। পুলিশ তদন্তে নেমেছে। এখনও প্রর্যন্ত কাউকে গ্রেপ্তার করে নি পুলিশ।
লালবাজার সহ শিতলকুচির বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের ফল ঘোষণার পরে ফের অশান্তির আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

Comments :0

Login to leave a comment