বহুদিন ধরেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোনও উপাচার্য ছিল না। ৬ অক্টোবর দেশের সর্বোচ্চ আদালতকে মান্যতা দিয়ে ৬টি বিশ্ববিদ্যালয় অবশেষে তাদের স্থায়ী উপাচার্য পেল। গত সোমবার সেই ভাবি উপাচার্যদের সাথে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বৈঠকের দুদিনের মধ্যেই অর্থাৎ বুধবার নিযুক্ত করা হয় তাদের।
রাজভবন সূত্র জানানো হয়েছে, " রাজ্যপাল পশ্চিমবঙ্গের ছয় বিশিষ্টজনকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন। তাঁরা হলেন- ডঃ আবু তালেব খান - বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় , প্রফেসর চন্দ্রদীপা ঘোষ - সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়, ডঃ আশিস ভট্টাচার্য - গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, ডঃ আশুতোষ ঘোষ - কলকাতা বিশ্ববিদ্যালয়,ডঃ উদয় ব্যানার্জি - কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য - যাদবপুর বিশ্ববিদ্যালয়।
উপাচার্য নিযোগকে কেন্দ্র করে বহুদিন ধরেই রাজ্য- রাজ্যপাল সংঘাত চলছিল। সংঘাত এতই চরমে ওঠে যে তা শীর্ষ আদালত পর্যন্ত গড়ায়। তবে অবেশেষে রাজ্যের মনোনীত উপাচার্যের তালিকাতেই সিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ীই কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ মোট ৬টি বিশ্ববিদ্যালয় অবশেষে তাদের উপাচার্য সংক্রান্ত জট থেকে মুক্তি পেল।
Comments :0