বন্যায় বিপর্যস্ত এলাকায় সন্তানসম্ভবা মহিলা এবং প্রসূতি মায়েদের জন্য বিশেষ সরঞ্জাম দেওয়া করল সিপিআই(এম)। চাদর, বালতি, নাইটির মতো সামগ্রী ৩০০-র বেশি প্রসূতির হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র।
মিশ্র বলেন, নামের তালিকা তৈরি করছে রেড ভলান্টিয়াররা।
জলপাইগুড়ি নাগরিক সংসদও ‘অভয়া ক্লিনিক’ ও ত্রাণ শিবির চালাচ্ছে। নাগরিক সংসদের ২০ জনের এক প্রতিনিধি দল ত্রাণ দেন ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া ও খড়িবাড়ি এলাকায়। মহিলাদের শাড়ি ও স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।
ধূপগুড়ি ব্লকের কুল্লাপাড়া ও হোগলাপাতা অঞ্চলে ২০ জন স্বেচ্ছাসেবক ও ৫ চিকিৎসকের একটি দল জলপাইগুড়ি নাগরিক সংসদের সভাপতি ডাঃ পান্থ দাশগুপ্তের নেতৃত্বে প্রায় ৫০০ দুর্গত মানুষকে চিকিৎসা দেয়। এছাড়াও সারা ভারত মহিলা সমিতি, বস্তি উন্নয়ন সমিতি, সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের উদ্যোগে নাগরাকাটা ব্লকের জেলার সবচেয়ে বিপর্যস্ত এলাকা বামনডাঙ্গা, টুন্ডু সহ ময়নাগুড়ি ও ধুপগুড়ি এলাকার বন্যা বিধ্বস্ত মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী ও শুকনো খাবার তুলে দেওয়া হয়।
Jalpaiguri Relief Pregnants
বিপর্যস্ত এলাকার ৩০০ প্রসূতি মহিলাকে বিশেষ সামগ্রী জলপাইগুড়িতে

×
Comments :0