Jalpaiguri Relief Pregnants

বিপর্যস্ত এলাকার ৩০০ প্রসূতি মহিলাকে বিশেষ সামগ্রী জলপাইগুড়িতে

জেলা

সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র এবং পার্টি কর্মীরা সরঞ্জাম বিলির প্রস্তুতি নিচ্ছেন।

বন্যায় বিপর্যস্ত এলাকায় সন্তানসম্ভবা মহিলা এবং প্রসূতি মায়েদের জন্য বিশেষ সরঞ্জাম দেওয়া করল সিপিআই(এম)। চাদর, বালতি, নাইটির মতো সামগ্রী ৩০০-র বেশি প্রসূতির হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র। 
মিশ্র বলেন, নামের তালিকা তৈরি করছে রেড ভলান্টিয়াররা। 
জলপাইগুড়ি নাগরিক সংসদও ‘অভয়া ক্লিনিক’ ও ত্রাণ শিবির চালাচ্ছে। নাগরিক সংসদের ২০ জনের এক প্রতিনিধি দল ত্রাণ দেন ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া ও খড়িবাড়ি এলাকায়।   মহিলাদের শাড়ি ও স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। 
ধূপগুড়ি ব্লকের কুল্লাপাড়া ও হোগলাপাতা অঞ্চলে ২০ জন স্বেচ্ছাসেবক ও ৫ চিকিৎসকের একটি দল জলপাইগুড়ি নাগরিক সংসদের সভাপতি ডাঃ পান্থ দাশগুপ্তের নেতৃত্বে প্রায় ৫০০ দুর্গত মানুষকে চিকিৎসা দেয়। এছাড়াও সারা ভারত মহিলা সমিতি, বস্তি উন্নয়ন সমিতি,  সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের উদ্যোগে নাগরাকাটা ব্লকের জেলার সবচেয়ে বিপর্যস্ত এলাকা বামনডাঙ্গা, টুন্ডু সহ ময়নাগুড়ি ও ধুপগুড়ি এলাকার বন্যা বিধ্বস্ত মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী ও শুকনো খাবার তুলে দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment