Adhikar Yatra

জঙ্গলমহলে অধিকার যাত্রায় জনজোয়ার

রাজ্য জেলা

ভাস্কর দাসগুপ্ত- পুরুলিয়া

পুরুলিয়ার প্রকৃতি এখন সেজে উঠেছে রঙিন হয়ে। একটু একটু করে ফুটতে শুরু করেছে পলাশ। তার সঙ্গে শনিবার যেন পাশাপাশি জায়গা করে নিল অধিকার যাত্রার লাল পতাকা। শনিবার জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে অধিকার যাত্রা এগিয়েছে সামনের দিকে। শনিবার অধিকার যাত্রা যেন জনজোয়ারে পরিণত হয়েছিল। পদযাত্রীদের রাস্তার দু’ধারে মানুষ দাঁড়িয়ে সম্বর্ধিত করেছেন। বলেছেন তাদের লড়াই আন্দোলনে পাশে থাকার কথা। এদিন বিকেলে বান্দোয়ান হয়ে ঝাড়গ্রামে পৌঁছয় সেই অধিকারযাত্রা। ঝাড়গ্রাম এর বাঁশপাহাড়িতে রাজ্য কো অর্ডিনেশন কমিটির পুরুলিয়া জেলা সম্পাদক রামাশিশ অধিকারী জাতীয় পতাকা তুলে দেন সংগঠনের ঝাড়গ্রাম নেতৃত্বের হাতে।
শুক্রবার সারাদিন রঘুনাথপুর, আনারা, কুস্তাউর হয়ে সন্ধ্যেবেলায় অধিকারযাত্রা এসে পৌঁছেছিল পুরুলিয়া শহরে। ট্যাক্সি স্ট্যান্ডে জনসভার পর রাতে বিশ্রাম। শনিবার সকালেই ফের হকের অধিকার যাত্রায় পথে নামেন তারা। নডিহা এলাকায় অধিকার যাত্রার শুরুতেই পেনশনার্স সমিতির পক্ষ থেকে পদযাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। সেখানে কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন সংগঠনের প্রাক্তন নেতা জিমুত বাহন চট্টরাজের স্ত্রী মীনাক্ষী চট্টরাজ। রাস্তার দু'পাশে ছাত্র যুব মহিলারা দাঁড়িয়ে পদযাত্রীদের এগিয়ে দেন সামনের দিকে। সেখান থেকে কেন্দা। প্রচুর মানুষ সেখানে তাদের সম্বর্ধনা জানান। পথসভায় বক্তব্য রাখেন বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সুমন কান্তি নাগ, কর্মচারী আন্দোলনের প্রবীণ নেতা লালমোহন গ্রহাচার্য। সেখান থেকে মানবাজারে পৌঁছলে সেখানে পদযাত্রীদের সম্বর্ধনা জানান গণ-আন্দোলনের প্রবীণ নেত্রী সাম্যপ্যারী মাহাতো সহ প্রদীপ চৌধুরী প্রমূখ। সেখানে পথসভায় বক্তব্য রাখেন প্রণব কর ও মানস দাস। মানবাজার থেকে জঙ্গলমহলের সবুজ ঢাকা পথ পেয়ে অধিকারযাত্রা এসে পৌঁছেছিল জঙ্গলমহল বান্দোয়ানে। সেখানেও মানুষের জনজোয়ার সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। এরপর সেই অধিকার যাত্রা বান্দোয়ান থেকে পৌঁছে যায় ঝাড়গ্রামে।
 

Comments :0

Login to leave a comment